দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর নাম রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এর পরেই টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতের পরেও একটি টুইট করেছেন মোদী। লিখেছেন, ‘শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরে গোটা দেশের সব শ্রেণি প্রশংসা করেছে। নিচুতলার মানুষের সমস্যা এবং ভারতের উন্নয়ন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গী অসাধারণ।’
Met Smt. Droupadi Murmu Ji. Her Presidential nomination has been appreciated across India by all sections of society. Her understanding of grassroots problems and vision for India’s development is outstanding. pic.twitter.com/4WB2LO6pu9
— Narendra Modi (@narendramodi) June 23, 2022
ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। মঙ্গলবার বিজেপির বৈঠকের পরে দলের সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদীর নাম ঘোষণা করেন। নড্ডা বলেন, ‘‘এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।’ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দ্রৌপদীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।
NDA के राष्ट्रपति पद की प्रत्याशी श्रीमती द्रौपदी मुर्मू जी से भेंट कर उन्हें बधाई व शुभकामनाएं दीं।
— Amit Shah (@AmitShah) June 23, 2022
उनके नाम की घोषणा से ही जनजातीय समाज अत्यंत गौरव की अनुभूति कर रहा है।
मुझे विश्वास है कि उनके प्रशासनिक व सार्वजनिक अनुभव का लाभ पूरे देश को मिलेगा। pic.twitter.com/In4ddFZMoL
এ বারের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি। দ্রৌপদীর নাম ঘোষণার পরেই একটি টুইট করেছিলেন মোদী। সেখানে লিখেছিলেন, ‘লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে যাঁরা দারিদ্র্য এবং কষ্টের সম্মুখীন হয়েছেন, তাঁরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জীবন থেকে শক্তি লাভ করেন। নীতিগত বিষয়ে তাঁর বোঝাপড়া এবং সহানুভূতিশীল প্রকৃতি আমাদের দেশকে ব্যাপক ভাবে উপকৃত করবে।’’ দ্রৌপদী খুব ভাল রাষ্ট্রপতি হবেন বলেও মন্তব্য করেন মোদী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy