মা-দিদিমাকে প্রণাম করছেন প্রদীপ কৃষ্ণান। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
দেশ-বিদেশের যাত্রীকে আকাশে উড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া প্রদীপ কৃষ্ণানের কাজ। তিনি বিমান নিয়ে উড়ে যাবেন সিঙ্গাপুর। আর তাঁর চালানো বিমানে যাত্রী হিসেবে বসে আছেন তাঁর মা, দিদিমা ও বোন। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবার আগে তিনি মা-দিদিমার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। এই ভিডিও এখন ভাইরাল ফেসবুকের সৌজন্যে।
গত ১১ বছর ধরে ইন্ডিগোর বিমান চালাচ্ছেন চেন্নাইয়ের পাইলট প্রদীপ কৃষ্ণান। কত যাত্রীকে যে তিনি আকাশে উড়িয়েছেন তার ইয়ত্তা নেই। কিন্তু তাঁর নিজের মা-দিদিমা কখনও বিমানে চাপেননি। প্রদীপের মা, দিদিমা ও বোন জীবনে প্রথমবারের জন্য বিমানে চাপলেন গত শনিবার। সেই বিমানের পাইলট আবার তাঁদের আদরের প্রদীপ।
বিমান চালানোর আগে যদি মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সুযোগ পেল কোন ছেলে তা ছাড়তে চায়। প্রদীপও সে সুযোগ জীবনে প্রথমবারের জন্য পেয়ে হাতছাড়া করেননি। বিমান চালানোর আগে ককপিট থেকে বেরিয়ে চলে গেলেন যাত্রী আসনের দিকে। মা-দিদিমার পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ। তাঁর সহকর্মী পাইলট নাগার্জুন দ্বারকানাথ আবেগঘন এই দৃশ্য ক্যামেরা বন্দী করেছিলেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: বেঙ্গালুরুই কর্মীদের সব থেকে বেশি বেতন দেয়!
ভিডিওটি প্রায় দু'হাজারের কাছাকাছি লোক দেখেছেন। তারা অভিনন্দনও জানিয়েছেন প্রদীপকে। ছবির ক্যাপশনে নাগার্জুন লিখেছেন, "স্বপ্ন সত্যি হল। আমার সহকর্মী প্রদীপ চাকরি পাওয়ার পর এই প্রথমবারের জন্য মা, দিদিমা ও বোনকে নিয়ে একসঙ্গে আকাশে উড়লেন।"
আরও পড়ুন: বিরোধীরা একজোট হতেই বিধানসভা ভাঙল কাশ্মীরে
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy