সান্তা-বান্তার জোক্স আর থাকবে না! যাতে না থাকে, তার জন্যই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
শুধু সান্তা-বান্তা নয়, সর্দারদের নিয়ে যাবতীয় কৌতুকের উপরেই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। পঞ্জাবি, বিশেষত শিখ সম্প্রদায়কে হেয় করছে এই সব কৌতুক, দাবি এক মহিলা আইনজীবীর। তাই ওই সব কৌতুকের উপর নিষেধজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বে একটি বেঞ্চ এই জনস্বার্থ মামলা শুনানির জন্য গ্রহণ করেছে। সর্দারদের নিয়ে কৌতুক বা জোক্স শুধু মুখে মুখে প্রচারিত নয়। নানা সোশাল সাইটে এই সব কৌতুক চালাচালি অহরহ চলছে। রয়েছে বিভিন্ন কৌতুকের বই। এ ছাড়া অন্তত ৫০০০ ওয়েবসাইট রয়েছে, যা তৈরিই হয়েছে শুধুমাত্র ওই ধরনের কৌতুকের জন্য। ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে সারল্যের বাড়াবাড়িই কৌতুকগুলির মূল উপজীব্য।
জনস্বার্থ মামলা করে যে আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ, তাঁর অভিযোগ শিখদের মধ্যে বুদ্ধিমত্তার অভাব রয়েছে বলে প্রচার করা হয় এই ধরনের কৌতুকগুলিতে। তাই এগুলি নিষিদ্ধ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। রায় আসা পর্যন্ত অবশ্য কৌতুকে বাধা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত হলে কৌতুকের দুনিয়া থেকে অগত্যা বিদায় নিতে হবে সর্দারদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy