নরেন্দ্র মোদী।
কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনা লন্ডনেও পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর। অপ্রিয় প্রসঙ্গ ওঠার আশঙ্কায় ইতিমধ্যেই সেখানে অনাবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব কিছুটা কাটছাঁট করা হয়েছে। এর পরে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মোদীর উদ্দেশে খোলা চিঠি দিলেন লন্ডনের নামী কলেজগুলির প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। মোদীর উদ্দেশে লেখা তাঁদের বার্তা, ‘প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করুন। প্রমাণ করুন, ভারতে মেয়েদের যোগ্য সম্মান রয়েছে।’
বুধবার ‘চোগাম’ (কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং) সম্মেলনে যোগ দিতে লন্ডনে আসছেন মোদী। অন্য বিদেশ সফরের মতো এখানেও অনাবাসী ভারতীয়দের কাছে তাঁর নিজের ও সরকারের প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। বরাবর মোদী অনাবাসীদের উদ্দেশে একতরফা বক্তৃতা করেন। কিন্তু এই প্রথম তিনি সেখানে আগে থেকে নেওয়া কিছু প্রশ্নের জবাবও দেবেন। রাহুল গাঁধী কিন্তু বরাবর বিদেশ সফরে গিয়ে অনাবাসীদের প্রশ্নের জবাব দেন। কংগ্রেস প্রশ্ন তুলেছিল— মোদী কেন সাহস করে এই কাজ করে না। মনে করা হচ্ছে, রাহুলের চাপেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এই পরিবর্তন। তবে বিতর্কিত প্রশ্ন এড়াতে বুধবারের ‘ভারত কি বাত সবকে সাথ’ অনুষ্ঠানে যথেষ্ট কাটছাঁট করা হচ্ছে।
তার মধ্যেই ব্রিটেনের ‘দ্য ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যান্ড অ্যালমনি কমিউনিটি’ এবং বেশ কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডিয়া সোসাইটির এই চিঠি মোদীর কপালে ভাঁজ ফেলবে। ভারতে ধর্ষণের ঘটনাগুলিতে দুষ্কৃতীদের দ্রুত এবং উপযুক্ত শাস্তির আর্জি জানানো হয়েছে এই চিঠিতে।
ধর্ষণের প্রতিবাদে লন্ডনে জোট বেঁধেছে ভারতীয় এবং ভারত সংক্রান্ত ১৯টি সংগঠন। এর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইমপিরিয়াল কলেজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব ইকনমিক্সের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভারতীয় ছাত্রদের সংগঠনগুলি রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy