সরকারের সমীক্ষা বলছে, নোটবন্দির পরে দেশে বেকারত্বের হার সাড়ে চার দশকে সর্বোচ্চ হয়েছে। চাকরি কোথায়— বিরোধীদের এই প্রশ্নের সামনে নড়বড়ে দেখাচ্ছে মোদী সরকারকে। বিরোধীদের জবাব দিতে রেলের পরে এ বার আধা সামরিক বাহিনীতে প্রায় ৭৬ হাজার জওয়ান নিয়োগের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বিরোধীদের চাকরি সংক্রান্ত অভিযোগের জবাব দিতে রেল সংক্রান্ত বাজেট নথিতে ১ লক্ষ ৩০ হাজার নতুন কর্মী নিয়োগের কথা জানান মোদী সরকার। আজ ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের পালা। মন্ত্রক জানায়, আধা সামরিক বাহিনীগুলিতে প্রায় ৭৬ হাজার ৫০০ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কনস্টেবলের পদ প্রায় ৫৫ হাজার। আধাসেনার মধ্যে সিআরপিতে নেওয়া হবে ২১ হাজার ৫৬৬ জনকে। এ ছাড়া বিএসএফে ৮৫৪৬ জন, আইটিবিপিতে ৪১২৬ জন ও অসম রাইফেলসে ৩০৭৬ জনকে নিয়োগ করা হবে। ভোটের মুখে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত ও ঘোষণা হলেও, স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিয়োগের প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি। অর্থাৎ পরীক্ষায় সফল প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন নতুন সরকারের আমলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy