Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

মুম্বইয়ে জলপ্রপাতে রাতভর আটকে শতাধিক, উদ্ধার হেলিকপ্টারে

মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে তুঙ্গরেশ্বর ফরেস্টের মাঝে রয়েছে চিনচটি জলপ্রপাত। এই জলপ্রপাতের জন্যই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিতি রয়েছে ওই ফরেস্টের।

জলপ্রপাতের মধ্যে আটকে পড়া পর্যটকরা (চিহ্নিত)।

জলপ্রপাতের মধ্যে আটকে পড়া পর্যটকরা (চিহ্নিত)।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ১১:৩০
Share: Save:

পিকনিক করতে গিয়ে জলপ্রপাতের জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভবেশ গুপ্ত (৩৫)। জলপ্রপাতের মাঝে আটকে পড়েন আরও ১০৬ জন পর্যটক। রাতভর আটকে থাকার পর রবিবার সকালে হেলিকপ্টারের সাহায্যে তাঁদের সকলকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুম্বইয়ের ভাসাইয়ের ঘটনা।

মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে তুঙ্গরেশ্বর ফরেস্টের মাঝে রয়েছে চিনচটি জলপ্রপাত। এই জলপ্রপাতের জন্যই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিতি রয়েছে ওই ফরেস্টের। কান্দিভালি, বোরিভালি, মালাড এবং সান্তাক্রুজ থেকে শনিবার ওই জলপ্রপাতের ধারে পিকনিকে গিয়েছিল পর্যটকের ওই দলটি।প্রত্যক্ষদর্শীরা জানান, জলপ্রপাতে জলের ধারা বেশি না থাকায় পর্যটকদের অনেকই জলপ্রপাতের মাঝখানে চলে যান। কিন্তু হঠাৎ করে জলের ধারা বেড়ে যাওয়ায় তাঁরা কেউ আর ফিরতে পারেননি। টিলার মতো উঁচু একটি জায়গায় আটকে পড়েন সকলেই। তার মধ্যেই এক পর্যটক জলের তোড়ে ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

জলপ্রপাতের মাঝে একশোরও বেশি লোক আটকে পড়ার খবর স্থানীয় থানায় পৌঁছলে সেখান থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। কিন্তু জলের গতি এবং সেই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে ডাক পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। কিন্তু তাঁদেরও যথেষ্ট বেগ পেতে হয় পর্যটকদের কাছে পৌঁছতে। এ দিকে ভাসাইয়ে ওই দিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে জলপ্রপাতের জলের ধারা ক্রমশ বাড়ছিল। পরিস্থিতি সঙ্কটজনক বুঝে নিয়ে আসা হয় নৌবাহিনীর হেলিকপ্টার। এর পর একে একে সকলকে উদ্ধার করা হয়।

দেখুন উদ্ধারের সেই ভিডিয়ো

.

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ, প্রেমিকের ফোন ছেড়ে মলের চারতলা থেকে ঝাঁপ তরুণীর

আরও পড়ুন: খুনের আসামিকে মালা গোরক্ষকদের, প্যাঁচে মন্ত্রী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE