Advertisement
০১ নভেম্বর ২০২৪

এনআরসি চেয়ে সরব রাজনাথও

অসমে হওয়া এনআরসি-তে লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০১:৪০
Share: Save:

এনআরসি-র হয়ে সওয়াল করে এ বার মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আজ ঝাড়খণ্ডের বোকারোয় নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির কাজ দ্রুত শুরু হবে।

যদিও অসমে হওয়া এনআরসি-তে লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সম্প্রতি পশ্চিবঙ্গে তিনটি বিধানসভা উপনির্বাচনে হারের পিছনে এনআরসি আতঙ্ক কাজ করেছে বলেই মনে করছে রাজ্য বিজেপি। তবে কেন্দ্রীয় নেতৃত্ব গোটা দেশে এনআরসি করার প্রশ্নে এখনও অনড়। আজ বোকারোর সভায় রাজনাথ বলেন, ‘‘এনআরসি করার প্রশ্নে কেন্দ্র দেশের মানুষের কাছে দায়বদ্ধ। ভারতবাসীর জানার অধিকার রয়েছে কারা এ দেশে অবৈধ ভাবে বাস করছেন।’’

রাজনাথের ওই বক্তব্যের জবাবে আজ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে বিতর্ক বাধান কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘ভারত সকলের জন্য, কারোর একার সম্পত্তি নয়। সকলের সমনাধিকার রয়েছে। অমিত শাহ ও নরেন্দ্র মোদী, আপনারা হলেন অনুপ্রবেশকারী। আপনাদের ঘর গুজরাতে, কিন্তু এসে পড়েছেন দিল্লিতে।’’ যা শুনে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের মন্তব্য, ‘‘অধীর চৌধুরীর মাথার স্ক্রু ঢিলে আছে।’’

আরও পড়ুন: ‘মোদী-শাহরাই গুজরাত থেকে আসা অনুপ্রবেশকারী’, এনআরসি নিয়ে কটাক্ষ অধীরের

আরও পড়ুন: রিয়াংদের পুনর্বাসনে আপত্তি নেই শাহের

অন্য বিষয়গুলি:

NRC Assam BJP Rajnath Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE