Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দেশদ্রোহ আইনে বদল হচ্ছে না

কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মুহূর্তে ওই আইনে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, ‘‘একাধিক আইন বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে রয়েছে। সে তালিকায় দেশদ্রোহ আইন নেই।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩৮
Share: Save:

দেশদ্রোহ আইন বাতিলের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল কেন্দ্র।

জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে ওই আইনে চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু আইনটির প্রয়োজনীয়তা নিয়েই প্রথমে কংগ্রেস নেতা পি চিদম্বরম, পরে কপিল সিব্বল প্রশ্ন তোলেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুরও আজ বলেন, ‘‘দেশদ্রোহ আইনের মতো একাধিক আইনে বদল আনার প্রয়োজন রয়েছে।’’

কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মুহূর্তে ওই আইনে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, ‘‘একাধিক আইন বদলের প্রস্তাব কেন্দ্রের কাছে রয়েছে। সে তালিকায় দেশদ্রোহ আইন নেই।’’

দেশদ্রোহ আইনে কারও বিরুদ্ধে মামলা শুরু করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন হয়। দিল্লি পুলিশ কানহাইয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও রাজ্য সরকারের অনুমতি এখনও পায়নি। দিল্লি সরকার সূত্রের খবর, দিল্লি পুলিশের আবেদন তাদের হাতে এসে পৌঁছেছে। মামলার শুনানি ৬ ফেব্রুয়ারি। কেজরী প্রশাসন সূত্রের খবর, আবেদন আসার পর অন্তত তিন মাস সময় থাকে জবাব দেওয়ার। আগেভাগে জবাব দিতে ইচ্ছুক নয় তারা।

অন্য বিষয়গুলি:

Sedition Act Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE