তৃণমূলের ‘তোলাবাজি’-র জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে পারছে না— অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আজ রাজ্যসভায় অর্থ বিল নিয়ে আলোচনার শেষে সীতারামন বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কাটমানি, তোলাবাজি করা দল ভাল প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। এই তোলাবাজি বিরাট লৌহপ্রাচীর হয়ে উঠছে।’’
মোদী সরকারের অর্থমন্ত্রী এর আগে একাধিক বার তৃণমূলের দুর্নীতির জন্য একশো দিনের কাজ, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন।
এ বার তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাও তৃণমূলের দুর্নীতির জন্য মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ তুলেছেন। তাঁর কটাক্ষ, ‘‘যে দল মা-মাটি-মানুষের স্লোগান দিয়েছিল, তারা মানুষের জন্য কিছুই করেনি।’’
অর্থ বিল নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছিলেন, ‘‘কোথায় সেই তথাকথিত অচ্ছে দিন? অচ্ছে দিন হল মানুষের সঙ্গে প্রতারণা।’’ এরই জবাবে তৃণমূলকে নিশানা করে অর্থমন্ত্রী বলেন, ‘‘যাদের কাছে সরকার চালানো মানে দুর্নীতি ও তোলাবাজি, শুধু তাদের কাছে অচ্ছে দিন আসেনি।’’ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তুলে ধরে ‘অচ্ছে দিন’ প্রমাণ করার চেষ্টা করেন তিনি।
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘দেশের ৯০ শতাংশ মানুষ অতি সাধারণ জীবনযাপন করছেন। অথচ দাবি করা হচ্ছে, ভারত দ্রুত আর্থিক উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছে। বাস্তবে মাথাপিছু আয়ের তালিকায় ভারত বিশ্বের ১৪৯তম স্থানে। এই বৈষম্য সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে।’’
নির্মলার বক্তৃতার পরেই অবশ্য কেন্দ্রীয় সরকারের বাংলা-বিরোধী নীতির অভিযোগ তুলে রাজ্যসভা থেকে ‘ওয়াক আউট’ করে তৃণমূল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)