ছবি: সংগৃহীত।
‘লভ জিহাদ’ প্রসঙ্গে এই প্রথম বেনজির পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এত দিন ‘লভ জিহাদে’র অস্তিত্বই স্বীকার করেনি শীর্ষ আদালত। তবে, এই প্রথম এনআইএ-এর মতো জাতীয় তদন্তকারী সংস্থাকে এ নিয়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
কেরলের একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন নেতৃত্বাধীন একটি কমিটির তত্ত্বাবধানে এ নিয়ে তদন্ত করবে এনআইএ। এ দিন আদালতে এনআইএ জানিয়েছে, দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক ‘লভ জিহাদ’। এবং বাস্তবিকই ‘লভ জিহাদ’ হয়। দেশের বহু প্রান্তে এমন বহু ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে, হিন্দু তরুণীদের তাঁদের ধর্মান্তরিত করা হচ্ছে। এর পর তাঁদের মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। এবং একে ‘লভ জিহাদে’র নাম দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
‘আমি মরে গেলে কষ্ট পাবে?’ মাকে জিজ্ঞেস করেছিল কিশোর মনোজ
‘লভ জিহাদে’র প্রসঙ্গটি সুপ্রিম কোর্টে ওঠে কেরলের একটি মামলার অঙ্গ হিসেবে। গত ডিসেম্বরে ২৪ বছরের অখিলা ওরফে হাদিয়াকে বিয়ে করেন কেরলের বাসিন্দা শাফিন জাহান। তবে বিয়ের আগেই ধর্ম পরিবর্তন করেন তিনি। মুসলিম ধর্ম গ্রহণ করে শাফিন জাহানকে বিয়ের পর পরিবারের বিরোধিতার মুখে পড়েন অখিলা ওরফে হাদিয়া।
আরও পড়ুন
উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, লাদাখে পাথর ছুড়ে সংঘর্ষ দুই বাহিনীর মধ্যে
শাফিনের দাবি, তাঁর স্ত্রী বিয়ের আগেই ধর্মান্তরিত হয়েছিলেন। এবং তিনি এক জন স্বাধীন মহিলা। ফলে নিজের সম্পর্কে যে কোনও সিদ্ধান্ত তিনি স্বাধীন ভাবে নিতে পারেন। কিন্তু, ওই তরুণীর বাবা অশোকান কে এম-এর দাবি, হিন্দু তরুণীদের ইসলামে ধর্মান্তরিত করে এমন একটি চক্রের জালে ফেঁসে গিয়েছেন তাঁর মেয়ে। তবে শাহিনের পাল্টা দাবি, অশোকান তাঁর স্ত্রীকে ঘরবন্দি করে রেখেছেন। এর পরই মামলা গড়ায় কেরল হাইকোর্ট পর্যন্ত। গত ২৪ মে একে ‘লভ জিহাদ’ বলে তাঁদের বিয়ে খারিজ করে দেয় কেরল হাইকোর্ট। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাফিন।
আরও পড়ুন
আত্মহত্যা, না কি ধাক্কা? বিমানসেবিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধন্দে পুলিশ
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই মামলায় কেরল হাইকোর্টের রায় ‘নিরপেক্ষ’ ছিল কি না তা-ও দেখবে এনআইএ। এ ছাড়া তদন্তে কেরল পুলিশের ভূমিকাও খতিয়ে দেখবে তদন্তকারী আধিকারিকেরা। এ দিনের নির্দেশের পর কেরল সরকার জানিয়েছে, এ নিয়ে এনআইএ তদন্তের বিরোধিতা করবে না তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy