মুম্বই বিমানবন্দরের শৌচাগারের ডাস্টবিন থেকে উদ্ধার হল নবজাতকের দেহ। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ সদ্যোজাতের দেহ উদ্ধার করে পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে। বিমানবন্দরের কর্মীরাই পুলিশে খবর দেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের একটি শৌচাগারের ডাস্টবিনে ওই নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। এক মহিলা যাত্রী প্রথম দেহটি দেখেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীদের ডাকেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শুরু হয় তদন্ত।
আরও পড়ুন:
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানকর্মী ও যাত্রীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও। তবে এখনও পর্যন্ত শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়নি। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।