খাস কলকাতায় ভুয়ো কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র! এ বার সল্টলেকে অভিযান চালিয়ে সেই চক্রের খোঁজ পেল পুলিশ। ধরা পড়লেন তিন জন। বাজেয়াপ্ত করা হল প্রায় ৬০ লক্ষ নগদ টাকা। এ ছাড়াও, কল সেন্টারের মালিকের বাড়িতে অভিযান চালিয়ে আরও পাঁচ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে একটি আন্তর্জাতিক কল সেন্টারে অভিযান চালিয়েছিল বিধাননগর পুলিশের গোয়েন্দা দল। সেখান থেকেই নগদ প্রায় ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাডা়ও, কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়ি থেকে নগদ আরও পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে কয়েকটি ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে কল সেন্টারের মালিক-সহ তিন সন্দেহভাজন যুবককে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও চলছে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে, সল্টলেকের সেক্টর ফাইভের ওই বহুতলে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে বড়সড় একটি প্রতারণা চক্র চালাচ্ছেন কয়েক জন। সেই মতো মঙ্গলবার রাতে অতর্কিতে সল্টলেকের ওই বহুতলে অভিযান চালায় বিধাননগর পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, ধৃত পীযূষ-সহ তিন জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের বুধবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
মাসখানেক আগেই কলকাতার গার্ডেনরিচে অভিযান চালিয়ে এমনই এক বেআইনি কল সেন্টারের খোঁজ পেয়েছিল পুলিশ। ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় কোটি কোটি টাকা। সেই ঘটনার এক মাস পেরোতে না পেরোতেই ফের কল সেন্টারের আড়ালে প্রতারণার চক্র প্রকাশ্যে এল।