মহারাষ্ট্রে বাড়ছে ওমিক্রনের হানা ছবি: পিটিআই
দেশে কোভিডের দৈনিক সংক্রমণের দিক থেকে ফের এক নম্বরে চলে এল মহারাষ্ট্র। এরই সঙ্গে এক দিনে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৫১ শতাংশ। সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার একধাক্কায় আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ জন। মুম্বই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৬০। আক্রান্তের ৮৯ শতাংশ উপসর্গহীন বলেও প্রশাসন জানিয়েছে।
একইসঙ্গে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের কোভিড বুলেটিন অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে যার মধ্যে ৫২ জন রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়েছে।
মুম্বই-সহ মহারাষ্ট্রের বড় শহরগুলিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পিছনে কোভিডের নতুন রূপ ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায়, মহারাষ্ট্রে ৭০ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ জন। এর মধ্যে মুম্বইয়ে ৪০৮ এবং পুণেতে ৭১ জন আক্রান্ত হয়েছেন। মুম্বই শহর জুড়ে এখনও পর্যন্ত ১৬টি গণ্ডিবদ্ধ এলাকা চিহ্নিত করা হয়েছে বলেও প্রশাসন জানিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy