গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ভাগ্নের। বৃহস্পতিবার সকালে বিহারের ভাগলপুরে মন্ত্রীর দুই ভাগ্নে জয়জিৎ যাদব এবং বিশ্বজিৎ যাদবের মধ্যে বিতণ্ডা শুরু হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দু’জনেই একে অপরকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের। জয়জিৎ এবং তাঁর মা হিনা দেবী গুরুতর জখম হয়েছেন। তাঁদের ভাগলপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিশ্বজিৎ এবং জয়জিৎ বিহারের ভাগলপুরের নবগাছিয়া গ্রামে একই বাড়িতে থাকতেন। বাড়িতে বড় ছেলে জয়জিৎ, ছোট ছেলে বিশ্বজিৎ। স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে বিশেষ বনিবনা ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়িতে কলের জল নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং ক্রমে পরিস্থিতি তপ্ত হতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, ওই সময়ে বিশ্বজিৎকে লক্ষ্য করে গুলি চালান জয়জিৎ। পাল্টা গুলি চালান বিশ্বজিৎও। ঝামেলার মধ্যে পড়ে আহত হয়েছেন তাঁদের মা হিনাও। তাঁর হাতে গুলি লেগেছে বলে খবর। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর বোন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বিশ্বজিতের। হিনা এবং জয়জিৎ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোন ভাগলপুরের পুলিশ সুপার প্রেরণা কুমারী। তাঁর নেতৃত্বে ভাগলপুর জেলা পুলিশের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্বজিতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানান, পারিবারিক বিবাদের জেরেই দুই ভাই একে অন্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কলের জলকে কেন্দ্র করেই দু’পক্ষের ঝামেলা শুরু হয়েছিল বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। দুই ভাইয়ের মধ্যে অশান্তি শুরু হলে তাঁদের মা হিনা দুই সন্তানকে থামাতে যান। সেই সময়েই তাঁর হাতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি কার্তুজও উদ্ধার হয়েছে।