ভোটমুখী গুজরাতে পা রেখেই মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন মোদী। ছবি: পিটিআই।
গুজরাতের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সুরটা ঠিক কতটা চড়া হতে চলেছে, সোমবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাঁধীনগরে আয়োজিত গুজরাত গৌরব মহাসম্মেলনের মঞ্চ থেকে কংগ্রেস তথা নেহরু-গাঁধী পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মোদী। দুর্নীতি প্রশ্নে আক্রমণ করলেন কংগ্রেসকে। গুজরাতের সঙ্গে চিরকাল বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ তুললেন। সাম্প্রদায়িকতা, জাত-পাত এবং মিথ্যা প্রচারের ভিত্তিতে কংগ্রেস নির্বাচন লড়ে বলে দাবি করলেন। কংগ্রেসকে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে অপপ্রচারের পথ থেকে সরে এসে উন্নয়ন ইস্যুতে ভোটে লড়ুক কংগ্রেস। আর কী কী বললেন মোদী? দেখে নিন এক নজরে:
• এ বারের নির্বাচন হল উন্নয়ন আর পরিবারতন্ত্রের লড়াই। আমি নিশ্চিত উন্নয়নেরই জয় হবে।
• আমাদের জন্য দলের চেয়ে দেশ বড়।
• জিএসটি-র বিরুদ্ধে কংগ্রেস যা বলছে, তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী।
• নরেন্দ্র মোদী বললেন: আমি আমার বন্ধুদের বলতে চাই, কংগ্রেসও জিএসটি-র সমান অংশীদার। এখন জিএসটি নিয়ে মিথ্যা প্রচার চালানো তাঁদের উচিত নয়।
• জিএসটি ব্যবস্থায় যা কিছু সমস্যা রয়েছে, সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই সব সমস্যার সমাধানের চেষ্টা করছে। হাজার হাজার ব্যবসায়ী জিএসটি-তে রেজিস্ট্রেশন করাচ্ছেন।
• যাঁরা গুজরাতের উন্নয়নের বিষয়ে আমাদের প্রশ্ন করছেন, তাঁরা মনে করে দেখুন, নিজেরা গুজরাতের জন্য কী করেছেন?
• কংগ্রেস হল এমন একটা দল, যারা জলকে সমুদ্রে বয়ে যেতে দেবে, কিন্তু গুজরাতের মানুষকে তা ব্যবহার করতে দেবে না।
• গুজরাত থেকে উত্থান য়ে ব্যক্তির বা যে দলের, তাঁকে শেষ করে দেওয়ার কোনও সুযোগ কংগ্রেস ছাড়তে চায় না। সর্দার বল্লভভাই পটেলের সঙ্গে কংগ্রেস কী আচরণ করেছিল, তা গোটা পৃথিবী জানে।
• কংগ্রেসের ভোট লড়ার হাতিয়ার হল সাম্প্রদায়িকতা, বর্ণবিদ্বেষ এবং অপপ্রচার।
• কংগ্রেস দল সব সময় দুর্নীতিকে এবং দুর্নীতিগ্রস্তদের সমর্থন করে।
• ইতিবাচক ভাবে ভাবতেই ভুলে গিয়েছে কংগ্রেস।
• বিজেপি চ্যালেঞ্জ ছুড়ছে, এসো, উন্নয়নের ইস্যুতে নির্বাচনে লড়ো। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করো।
• যত রকম ভাবে আমাদের দোষারোপ করা যায়, কংগ্রেস সব রকম ভাবেই তা করেছে। কিন্তু যখন দেখেছে আমাদের উপর সে সবের কোনও প্রভাব নেই, তখন কংগ্রেস আমাদের উন্নয়নকে আক্রমণ করতে শুরু করেছে।
• কোনও প্রকল্পের কাজই কংগ্রেস শেষ করতে পারে না। ৪০ বছর আগে যে সব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, আমরা এখন সেই সব প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছি।
• নেহরু যে ভাবে ভারত গড়ার কথা ভাবতেন, সেই লক্ষ্যে কংগ্রেসের চেয়ে অনেক ভাল ভাবে কাজ করেছে বিজেপি।
• চিরকালই গুজরাত ওই পরিবারটার এবং তাদের দলের চোখের বালি। ইতিহাস সাক্ষী, সর্দার পটেলের সঙ্গে তাঁরা কী করেছিলেন।
• গুজরাতের সঙ্গে চিরকালই বিমাতৃসুলভ আচরণ করেছে কংগ্রেস।
আরও পড়ুন: সিপিএম চোখ রাঙালে উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর
• যে মহান ব্যক্তিরা দেশের সেবা করেছেন, কংগ্রেস তাঁদের অপমান করেছে। কংগ্রেস কখনও সেবাকে তাদের মূল লক্ষ্য বলে ভাবেনি।
• যে দলটা (কংগ্রেস) দেশকে এত নেতা দিয়েছে, তাদের কাজ এখন শুধু মিথ্যা ছড়ানো।
• বিজেপি হল এমন একটা সংগঠন, যা দেশের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
• দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমি অমিত শাহের প্রশংসা করছি।
• উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা বিরোধীদের বলেছেন, ২০১৯ নিয়ে না ভেবে ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে।
• আপনারা সবাই মিলে আজ আমাদের গর্বিত করেছেন। আমি আজ সর্বত্র একটা গৈরিক ঢেউ দেখতে পাচ্ছি।
• এক দিকে রয়েছে সেই সব দল, যারা পরিবারতন্ত্রের উপর দাঁড়িয়ে থাকে। অন্য দিকে রয়েছে আদর্শের উপর দাঁড়িয়ে থাকা একটা দল।
• অতীতে বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করেও আমাদের দলের কর্মীরা সামনে দাঁড়িয়ে লড়েছেন।
• কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন রাজনৈতিক বা সামাজিক আন্দোলনে অংশ নিয়ে মানুষকে আটক হতে হত। কাউকে এক মাস, কাউকে দু’মাস। এ রাজ্যে বিজেপি গঠনমূলক শক্তি হিসেবে উঠে আসার আগে পর্যন্ত দলের কর্মীদের এই সবই সহ্য করতে হয়েছে।
• রাজ্যের সব প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীদের আমি কুর্নিশ করছি। বিজেপি কর্মীদের সামর্থ কতখানি, তা আমি জানি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy