জাইরা ওয়াসিম। ছবি: সংগৃহীত।
আবার শিরোনামে জাইরা ওয়াসিম। তবে এ বার আর ক্ষমা চেয়ে নয়, প্রতিবাদ করে। জাইরা ওয়াসিমকে নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সম্প্রতি একটি টুইট করেন। টুইটের বিষয়বস্তু বেজায় অপছন্দ হয়েছে কাশ্মীরি কিশোরীর। পাল্টা টুইটে সে সরাসরি ‘অভব্য’ আখ্যা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর টুইটটিকে। বিতর্কের আঁচ পেয়েই নিজের টুইট ডিলিট করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।
এই টুইট ঘিরেই বিতর্ক। মন্ত্রী অবশ্য পরে ডিলিট করে দিয়েছেন এই টুইট। ছবি: সংগৃহীত।
নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন গোয়েল। তাতে দেখা যাচ্ছে, গোয়েল কোনও এক প্রদর্শনীতে একটি পেইন্টিং-এর সামনে দাঁড়িয়ে রয়েছেন। পেইন্টিং-এ একটি হিজাবে ঢাকা মুখ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে খাঁচায় বন্দি এক নারীকেও। এই ছবিটি টুইটারে পোস্ট করেন বিজয় গোয়েল এবং লেখেন, ‘‘এই ছবিটি একটি গল্প বলে, যার সঙ্গে জাইরা ওয়াসিমের কাহিনীর মিল রয়েছে। খাঁচা ভেঙে আমাদের মেয়েরা এগিয়ে চলেছে।’’
এই টুইটের যে প্রতিক্রিয়া এসেছে, তা সম্ভবত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী একেবারেই আশা করেননি। বিজয় গোয়েলের টুইট যে তার একেবারেই পছন্দ হয়নি, তা জানাতে একেবারেই রাখঢাক করেনি জাইরা। মন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটারে লেখে, ‘‘আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হচ্ছে আমার অবশ্যই দ্বিমত পোষণ করা উচিত। আপনাকে অনুরোধ করছি, এমন অভব্য উপস্থাপনার সঙ্গে আমাকে জড়াবেন না। যে মহিলারা হিজাব পরেন, তাঁরা সুন্দর এবং মুক্ত। সর্বোপরি, এই ছবিতে যে ধরনের কাহিনী চিত্রিত হয়েছে, তার সঙ্গে আমার কাহিনীর ন্যূনতম যোগও নেই।’’
আরও পড়ুন: জাল্লিকাট্টু বিতর্ক, আজ থেকে অনশনে রহমান, সরব বিশ্বনাথনও
জাইরা ওয়াসিমের এই প্রতিক্রিয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়ে যান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তিনি আবার টুইট করেন, এবং লেখেন, জাইরা ‘ভুল বুঝছে’। তিনি আরও লেখেন, ‘খারাপ এবং পিতৃতান্ত্রিক এবং ধারণাগুলোকে সব সময় নিরুৎসাহিত করা উচিত।’ এই একটি টুইটেই থামেননি ক্রীড়ামন্ত্রী। তিনি আবার টুইট করেন এবং লেখেন, ‘‘আমার আশঙ্কা, তুমি এখনও আমার কথা বোঝোনি, কিন্তু আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমার কাজের প্রশংসা করছি। আশা করি দেখা হবে, কথাও হবে।’’
বিজয় গোয়েল প্রথমে যে টুইটটি করেছিলেন, সেটি তিনি ডিলিটও করে দেন। তবে বিতর্ক তাঁকে ক্ষমা করেনি। আমির খানের ছবি ‘দঙ্গল’-এ কুস্তিগির গীতা ফোগতের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছে জাইরা। কাশ্মীরের এই ষোড়শী নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy