ছবি : টুইটার থেকে।
মাদক কারবারের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার কোটি কোটি টাকার বাজেয়াপ্ত মাদকের উপর দিয়ে নিজেই বুলডোজার চালিয়ে দিলেন স্বয়ং হিমন্ত। দিফু ও গোলাঘাটে প্রায় ১৬৩ কোটি টাকার বাজেয়াপ্ত মাদকদ্রব্য পুড়িয়ে ব্যবসায়ীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। বলেন, ‘‘মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের খুব পরিষ্কার করে বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের অপরাধে কড়া পদক্ষেপের জন্য পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।’’ এই একই কর্মসূচিতে রবিবার নগাঁও আর হোজাই জেলাতেও গিয়েছেন তিনি।
For second consecutive day, @assampolice's dedicated tirade has led to destroying of 9.733 kg heroin, 253.301 kg ganja, 977 opium, 78340 cough syrup & 271904 nos. of tablets.
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 18, 2021
The fight will continue till the scourge of #drug trafficking is eliminated. 2/5 pic.twitter.com/krXaeYc0bE
Some anti-social elements have been taking advantage of #Assam's proximity to Golden Triangle & using our land as transit routes for #drugs trafficking.
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 18, 2021
However, we've been firm in our resolve to handle this menace with strictest measures. The results are visible. 3/5 pic.twitter.com/3LQ9w3MTnT
মাত্র দু’মাস আগেই অসমের মসনদে বসেছেন হিমন্ত। তার পর থেকে এখনও পর্যন্ত ১৬৩ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল তাঁর সরকার। তার মধ্যে ছিল ৩৫৩.৬২ গ্রাম হেরোইন, ৭৩৬.৭৩ গ্রাম গাঁজা আর ৪৫ হাজার ৮৪৩টি ইয়াবা ট্যাবলেট। শনিবার দুই জায়গায় অভিযান চালিয়ে জনসমক্ষে এই সমস্ত বাজেয়াপ্ত মাদকই নষ্ট করা পোড়ানো হয়েছে। হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনও পর্যন্ত ১ হাজার ৪৯৩ জনকে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে অসমে পাচার আসে এই মাদক। কার্বি আংলঙে হয়ে তা যায় দিফুতে । অন্যদিকে, গোলাঘাটে মাদক আসে নাগাল্যান্ড থেকে। পরে এই অসম থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মাদক। তিনি বলেন, ‘‘অসম থেকেই দেশে গোটা মাদক ব্যবসার জাল ছড়িয়ে পড়ছে। এই জোগান শৃঙ্খলটাই বন্ধ করে দেওয়া দরকার ছিল।’’
প্রসঙ্গত, বছর দুয়েক আগে অসমে এসে মাদক পাচারের বাড়াবাড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর থেকেই কড়া হয়েছে প্রশাসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy