ব্যাঙের বিয়ে। —ফাইল চিত্র
ব্যাঙের বিয়ে দিলেই নাকি বৃষ্টি হয়! আর তাই ঘটা করে কার্ড ছাপিয়ে, মালা বদল করিয়ে যাবতীয় প্রথা মেনে বিয়ে দেওয়া হল একজোড়া ব্যাঙের। আর ব্যাঙের বিয়ের যাবতীয় আয়োজন করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ললিতা যাদব। শিশুকল্যাণ দফতরের মন্ত্রী ললিতা যাদবের উদ্যোগে এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের আরও কয়েকজন নেতা। এরপরই শুরু হয় বিতর্ক।
ছাত্তারপুরের মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কয়েক হাজার গ্রামবাসীও উপস্থিত ছিলেন। এই জাতীয় বিয়ের আয়োজন করে নেতা নিজেই কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন, এমন অভিযোগ আনেন রাজ্যের কংগ্রেস নেতা অলোক চতুর্বেদী। তাঁর বক্তব্য, রাজ্যে পানীয় জলের ভয়াবহ সমস্যা। তার সমাধান না করে অযথা খরচ করা হচ্ছে। অলোক বলেন, প্রত্যেকদিন নিজে ৫০-১০০টি জলের ট্যাঙ্ক সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি।
ললিতার দাবি, এটা একটা প্রথা। ‘‘এটা কোনও কুসংস্কার নয়। পঞ্চভূতকে তুষ্ট না করলে আসলে বৃষ্টি হয় না।’’
আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন! দিল্লিতে মেজরপত্নী খুন, গ্রেফতার আর এক সেনাকর্তা
আরও পড়ুন: কেরলে বাড়ি অদূরেই নদীতে মিলল আর্জেন্টিনার ফ্যানের দেহ
গত দু’বছরে ভয়ানক খরা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে। ছাত্তারপুর ছাড়াও বুন্দেলখণ্ডের সাগর, দামো, তিকমগড়, পান্না, দাতিয়াতেও ছিটেফাঁটা বৃষ্টি হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy