ফলাহার: রোজা ভাঙার পরে এক মহিলাকে ফল খাওয়াচ্ছেন নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। আমদাবাদে। ছবি: পিটিআই।
নুড়ি, পাথর, কেয়ারি করা ঘাসে সাজানো দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে হেঁটে, দৌড়ে শরীরচর্চা করেন নরেন্দ্র মোদী। ওই বাসভবনে ঠাঁই নেই পরিবারের কারও। রমজান মাসে কোনও ইফতারেও যান না মোদী।
ওই বাসভবন থেকে হাজার কিলোমিটার দূরে গুজরাতের অতি সাদামাটা একটা বাড়ির বাসিন্দা আবার অন্য রকম। তিনি কিন্তু ইফতারে যান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী, যশোদাবেন।
গত ফেব্রুয়ারিতে রাজস্থান থেকে গুজরাতে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হন যশোদাবেন। তার পর থেকে তাঁকে সে ভাবে দেখা যায়নি। দেখা গেল গত কাল আমদবাদের এক ইফতার পার্টিতে। আমদাবাদের রিলিফ রোডে আয়োজিত এক ইফতারে গুজরাতি শৈলীতে পরা সবুজ রংয়ের শাড়িতে দেখা মিলেছে যশোদাবেনের। সেখানে অনেককে রোজা ভাঙতেও সাহায্য করছেন প্রধানমন্ত্রীর স্ত্রী।
বিষয়টি সামনে আসতেই শুরু গুঞ্জন। অস্বস্তির মুখে গেরুয়া শিবিরের মুখে কুলুপ। ঘটনাচক্রে গত কালই দিল্লিতে মোদী সরকারের মন্ত্রী মুখতার আব্বাস নকভি তালাকের শিকার মহিলাদের নিয়ে ইফতারের আয়োজন করেছিলেন। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে মোদীর আন্তরিকতা বোঝাতেই ওই আয়োজন। প্রধানমন্ত্রী নিজে না গেলেও রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকররা গিয়েছিলেন সেখানে। ই ইফতারে।
কংগ্রেসের বক্তব্য, রাহুল গাঁধীর ইফতার থেকে নজর ঘোরাতেই নকভির ইফতার। রাহুল ইফতারকে সামনে রেখে বিরোধীদের একজোট করেছেন। রাহুলের ইফতারে থাকা জেএমএম নেতা হেমন্ত সোরেন আজ অমিত শাহকে প্রকাশ্যেই খোঁচা দিয়ে বলেন, জনসম্পর্ক অভিযানে গিয়ে অমিত যেন লালকৃষ্ণ আডবাণীকেও একটু দেখে আসেন! বিজেপি বলছে, রাহুলের ইফতারে সাফল্য কোথায়? মায়াবতী, অখিলেশ, মমতা, শরদ পওয়ার— প্রথম সারির কেউই তো এলেন না। কংগ্রেসের রাজীব শুক্ল বলেন, ‘‘অধিকাংশ বিরোধী দল এসেছে। আসল বিষয় প্রতিনিধিত্ব। বিরোধী জোট ক্রমশ শক্ত হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy