ছবি সৌজন্য টুইটার।
বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপিসিএল) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরের ঘটনা। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তেল পরিশোধন ইউনিটের পাইপলাইনে বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে। প্ল্যান্টের কর্মীদের দাবি,আগুন যখন লাগে সে সময় ৬ কর্মী ঘটনাস্থলে ছিলেন। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
Andhra Pradesh: Fire breaks out at HPCL plant in Visakhapatnam. District fire tenders being rushed to the spot. The cause of the incident yet to be ascertained. Details awaited. pic.twitter.com/n8JNfEqslx
— ANI (@ANI) May 25, 2021
খরব পেয়ে ঘটনাস্থলে আসে নৌবাহনীর বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ হওয়া ৬ শ্রমিকের খোঁজ চালানো হচ্ছে।
বিশাখাপত্তনম পুলিশের ডিভিশনাল কমিশনার ঐশ্বর্য রস্তোগি জানিয়েছেন, এইচপিসিএল-এর তিন নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভনোর কাজ করছে। দমকলের আরও ইঞ্জিন আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy