Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Manipur Journalist

মুখ্যমন্ত্রীকে ‘প্রধানমন্ত্রীর পুতুল’ বলার শাস্তি, এক বছরের জেল মণিপুরের সাংবাদিকের

২৭ নভেম্বর তাঁকে প্রথম আটক করে মনিপুর সরকার। তাঁর কার্যকলাপে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাও তাঁর আটকের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।

কিশোরচন্দ্র ওয়াংখেম। ফাইল চিত্র।

কিশোরচন্দ্র ওয়াংখেম। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:২৪
Share: Save:

জাতীয় নিরাপত্তা আইনে এক বছরের জন্য কারাদণ্ড হল মণিপুরের সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম-এর। রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীকে তিনি সোশ্যাল মিডিয়ায় ‘প্রধানমন্ত্রীর পুতুল’ বলে উপহাস করেছিলেন। তাঁর কারাদণ্ডের প্রতিবাদে সরব হয়েছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া-সহ সারা দেশের সাংবাদিক মহলের একাংশ।

ঘটনার সূত্রপাত মণিপুর সরকারের উদ্যোগে আয়োজিত ঝাঁসির রাণী লক্ষ্মীবাইয়ের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠান ঘিরে। সেই অনুষ্ঠানটিকে নিয়ে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন কিশোরচন্দ্র ওয়াংখেম। তাঁর বক্তব্য ছিল, ‘‘এই রাজপুত যোদ্ধার সঙ্গে মণিপুরের কোনও যোগাযোগ নেই। অথচ মণিপুরের স্বাধীনতা যোদ্ধাদের ভুলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ আরএসএস-বিজেপির মতাদর্শ অনুসরণ করে ঝাঁসির রানির জন্মবার্ষিকী পালনে উদ্যোগী হয়েছেন। ’’ এই জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ‘প্রধানমন্ত্রীর পুতুল’ বলেও উপহাস করেছিলেন ওই ভিডিয়োতে। এ ছাড়া তাঁকে গ্রেফতার করার চ্যালেঞ্জও ছুড়েছিলেন কিশোরচন্দ্র।

২৭ নভেম্বর তাঁকে প্রথম আটক করে মণিপুর সরকার। তাঁর কার্যকলাপে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাও তাঁর আটকের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।

আরও পড়ুন: এখনও নিখোঁজ পুলিশ হত্যার মূল অভিযুক্ত, বুলন্দশহর কাণ্ডে প্রশংসা দাবি ‘নির্বিকার’ যোগী-র

যদিও ৩৯ বছরের এই সাংবাদিকের আটক করার প্রতিবাদ করেছে দেশের সাংবাদিক মহলের একাংশ। তাঁকে আটক করায় প্রতিবাদ জানিয়েছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন। যদিও মুখে কুলুপ এঁটেছে অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন। তাদের বক্তব্য, ফেসবুক পোস্টকে ‘সংবাদ’ মানতে আপত্তি আছে তাদের। কিন্তু তাদের নীরব থাকার পিছনে রাজনৈতিক চাপ আছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: প্রত্যেকে ১৫ লক্ষ টাকা পাবেন, তবে একটু সময় লাগবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

৩৯ বছরের কিশোরচন্দ্র কাজ করতেন আইএসটিভি নামের একটি সংবাদমাধ্যমে। সেখানে কাজ ছাড়ার পরই মোদী-আরএসএস-বিজেপি বিরোধী পোস্ট করেছিলেন ফেসবুকে। যার দায়ে জেলে যেতে হল তাঁকে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE