১০ বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের ঠাণের ঘটনা। পুলিশ জানিয়েছে, নির্যাতন করে খুনের পরে বালিকার দেহ ছ’তলা থেকে নীচে ফেলে দেন অভিযুক্ত।
ঠাণের মুম্ব্রা এলাকার সম্রাট নগরে একটি ১০তলা আবাসনের নীচে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এক বালিকাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তাঁরা ছুটে এসেছিলেন। স্থানীয়েরা দেখেন, বালিকার শরীর পাইপের খাঁজে আটকে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বালিকাকে উদ্ধার করে পুলিশ এবং দমকলবাহিনী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তার দেহের ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে জানানো হয়েছে, ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে তাকে। এর পরেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানতে পারে, যে আবাসনের নীচে বালিকার দেহ পড়েছিল, সে সেখানকার বাসিন্দা নয়। পাশের একটি ফ্ল্যাটে থাকত সে। এর পরেই ওই ১০ তলা আবাসনের প্রত্যেক ফ্ল্যাটে তল্লাশি শুরু করে পুলিশ। ছ’তলার ফ্ল্যাটের শৌচালয়ের জানলাটি খোলা পড়েছিল। তা দেখে সন্দেহ হয় পুলিশের। তার পরেই যুবককে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জানলা দিয়েই বালিকার দেহ নীচে ফেলে দেওয়া হয়েছে। অভিযুক্ত জেরায় জানিয়েছেন, খেলনার লোভ দেখিয়ে বালিকাকে ডেকে এনেছিলেন তিনি। তার পরে ধর্ষণ করে খুন করেন।