টুকরো টুকরো করে কেটে পুকুরে ভাসিয়ে দেব, কেউ লাশও খুঁজে পাবে না! স্বামীকে নাকি মাঝে মধ্যেই এ ভাবে হুমকি দিতেন স্ত্রী ও তাঁর প্রেমিক। এ বার দু’জনের বিরুদ্ধে ক্রমাগত হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি করেছেন খিরজপুরের বাসিন্দা আব্দুল কাদের। তাঁর দাবি, তাঁর স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক ফারমান তাঁকে একাধিক বার খুনের হুমকি দিয়েছেন। এমনকি, ‘পথের কাঁটা’ হওয়ার চেষ্টা করলে তাঁকে কেটে পুকুরে ভাসিয়ে দেওয়া হবে বলেও হমকি দেওয়া হত বলে অভিযোগ। এর পরেই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। আব্দুল ও তাঁর স্ত্রীর বিয়ে হয়েছিল ২০১২ সালে। চার সন্তানও রয়েছে এই দম্পতির। আব্দুল জানিয়েছেন, তিনি যখন কর্মসূত্রে বাইরে থাকতেন, তখন স্ত্রীর ভাগ্নে ফারমান নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন। প্রতিবেশীদের কথা শুনে প্রথম সন্দেহ হয় আব্দুলের। এর পরেই এক দিন দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি।
আরও পড়ুন:
এর পরেই শুরু হয় বিপত্তি। অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই আব্দুলকে মারধর করতেন তাঁর স্ত্রী ও ফারমান। খুনের হুমকিও দেওয়া শুরু হয়। গত ৩ এপ্রিল তিনি কাজ থেকে বাড়ি ফিরে আবার দু’জনকে একসঙ্গে দেখে ফেললে তাঁকে বলা হয়, “আমরা তোমাকে কেটে ড্রামে ভরব না, বরং টুকরো টুকরো করে কেটে পুকুরের মাছদের খাওয়াব। কেউ লাশও খুঁজে পাবে না।” আব্দুলের আরও দাবি, সন্তানদেরও খালে ফেলে দেওয়ার হুমকি দেন তাঁর স্ত্রী। সঙ্গে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। অভিযোগের সমর্থনে বেশ কয়েকটি কল রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও পেশ করেছেন ওই যুবক। অভিযোগের ভিত্তিতে গ্রামীণ গাজ়িয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার স্থানীয় মুরাদনগর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।