এ বারের আইপিএলে ঘরের মাঠে আবার হারল কলকাতা নাইট রাইডার্স। সোমবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে ৩৯ রানে হেরে গেল তারা। অজিঙ্ক রাহানের দল পয়েন্ট তালিকায় আরও বিপদে পড়ল। অবস্থান বদল হল না কেকেআরে। সাতেই থাকল তারা। তবে এই পরিস্থিতিতে কেকেআরকে প্লে-অফে উঠতে গেলে বাকি ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে। কারণ, ১০ দলের লিগে প্লে-অফে উঠতে গেলে ১৬ পয়েন্ট লাগেই। তবে কেকেআরের ফর্ম দেখে অনেকেই আশঙ্কা করছেন যে, এই দল প্লে-অফে উঠতে পারবে না।
আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শুভমন গিলের দল গুজরাত টাইটান্স। তাঁরা আটটি ম্যাচ খেলে ছ’টিতে জয় পেয়েছেন। পয়েন্ট ১২। তাঁদের নেট রান রেট ১.১০৪। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দলের সাত ম্যাচে পাঁচ জয় এসেছে। পয়েন্ট ১০। দিল্লির নেট রান রেট ০.৫৮৯।
তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আট ম্যাচে পাঁচটি জয় আরসিবির। পয়েন্ট ১০। নেট রান রেট ০.৪৭২। চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারেরা আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ১০। নেট রান রেট ০.১৭৭।
পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ঋষভ পন্থেরা। লখনউ সুপার জায়ান্টস আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। তাদেরও পয়েন্ট ১০। লখনউয়ের নেট রান রেট ০.০৮৮। রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যের দল আটটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। তাদের নেট রান রেট ০.৪৮৩।
আরও পড়ুন:
মুম্বইয়ের জয়ের ফলে সপ্তম স্থানে নেমে যায় কলকাতা। সেখানেই থেকে গেল তারা। রাহানেরা আটটি ম্যাচ খেলে তিনটি জয় পেয়েছেন। পয়েন্ট ৬। কেকেআরের নেট রান রেট ০.২১২।
পয়েন্ট তালিকায় শেষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই। অষ্টম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসনেরা। রাজস্থান আটটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। পয়েন্ট ৪। রাজস্থানের নেট রান রেট -০.৬৩৩। নবম স্থানে থাকা হায়দরাবাদ সাতটি ম্যাচ খেলে দু’ম্যাচে জয় পেয়েছে। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৪। তাঁদের নেট রান রেট -১.২১৭। দশম স্থানে রয়েছে চেন্নাই। আটটি ম্যাচ খেলে দু’টি জিতেছে তারা। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ৪। নেট রান রেট -১.৩৯২।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৩৩
ইংল্যান্ড সফরের দল নির্বাচনের আগের দিনই নির্বাচকদের বার্তা ‘অবাধ্য’ ঈশানের, প্রথম দুইয়ের স্বপ্নে ধাক্কা আরসিবির -
২২:৫০
আইপিএলের প্লে-অফের আগে উদ্বেগ বেঙ্গালুরু শিবিরে, দেশে ফিরতে পারেন ফর্মে থাকা সল্ট -
২১:২১
অর্ধশতরান ঈশানের, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠতে বেঙ্গালুরুর দরকার ২৩২ রান -
১৮:১৫
নির্বাসিত দিগ্বেশ, তবু লখনউয়ের ম্যাচে দেখা গেল ‘নোটবুক সেলিব্রেশন’, কে করলেন? -
প্লে-অফে নামার আগে পঞ্জাবের মালিকদের মধ্যে গোলমাল! প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মামলা করে দিলেন প্রীতি জ়িন্টা