ক্যাব চালককে মারছেন যুবতী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ক্যাব চালককে নিগ্রহ করার অভিযোগে এক যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে।
লখনউয়ের অন্যতম ব্যস্ত এলাকা কৃষ্ণনগর। গত শুক্রবার সন্ধ্যায় সেখানেই রাস্তা পার হওয়ার সময় ক্যাব চালকের সঙ্গে বচসা হয় ওই যুবতীর। তার পরই চালককে রাস্তায় মারধর করেন যুবতী। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। সেখানে ওই যুবতীকে গ্রেফতারের দাবিতে সরব হন নেটাগরিকরা।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ক্যাব চালককে ১২-১৪টি চড় মারলেন যুবতী। যুবতীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘মহিলার উপর দিয়ে গাড়ি চালাবি?’’ আশপাশে অনেক পথচারী দাঁড়িয়ে পড়েছিলেন তত ক্ষণে। ওই চালকের অভিযোগ, মহিলা তাঁর দামি মোবাইলও ভেঙে দিয়েছেন।
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
ওই এলাকার একটি সিসিটিভিতেও ধরা পড়েছে গোটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, ওই মহিলা ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। সে সময়ই ওই ক্যাব চালক মহিলাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিয়ে দাঁড়িয়ে পড়েন। তার পরই শুরু হয় যুবতীর অভব্যতা। ওই চালকের অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে লখনউ পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy