Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Banking Regulation

লোকসভায় পাশ হয়ে গেল নির্মলার ব্যাঙ্কিং সংশোধনী বিল, গ্রাহক এ বার চার নমিনি রাখতে পারবেন

আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন বিলে অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০১:২১
Share: Save:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪ পাশ হল লোকসভায়। কেন্দ্রের দাবি, গ্রাহক পরিষেবার পথ আরও উন্মুক্ত করতেই এই পদক্ষেপ।

পাশাপাশি, আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন বিলে অগ্রাধিকার পেয়েছে বলে জানিয়েছেন নির্মলা। নতুন আইন অনুযায়ী এক জন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ চারজন ‘মনোনীত ব্যক্তি’ (নমিনি) রাখতে পারবেন। সে ক্ষেত্রে কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, সেটাও উল্লেখ করে রাখতে পারবেন অ্যাকাউন্টধারী ব্যক্তি।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ৪৫জেডএ(১) ধারা অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক জনের বেশি নমিনি করা যেত না। শুধু অ্যাকাউন্ট নয়, ব্যাঙ্কের লাকারে গচ্ছিত মূল্যবান সামগ্রিরও একাধিক নমিনি রাখার বন্দোবস্ত রয়েছে নয়া ব্যাঙ্কিং আইন সংশোধনীতে। নতুন বিলে বিলে সমবায় ব্যাঙ্কগুলিতে পরিচালকদের (চেয়ারম্যান এবং সার্বক্ষণিক পরিচালক ছাড়া) মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এক জন অধিকর্তা পদমর্যাদার আধিকারিককে রাজ্য সমবায় ব্যাঙ্কের বোর্ডে নিয়োগের কথা বলা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Bill Nirmala Sitharaman parliament Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy