Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪

‘চৌকিদার চোর’ সৃষ্টি মানুষের, স্লোগানে অনড়ই

এই স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরেই বুধবার ভিন্দের সভায় রাহুল বলেন, ‘‘সাংবাদিকেরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান সৃষ্টি হল কোথা থেকে।

সংবাদ সংস্থা
ভিন্দ শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০৩:০১
Share: Save:

তিনি নন, তাঁর দল কংগ্রেসও নয়। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান সৃষ্টি করেছেন মানুষ। মধ্যপ্রদেশের ভিন্দে এই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

এই স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরেই বুধবার ভিন্দের সভায় রাহুল বলেন, ‘‘সাংবাদিকেরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান সৃষ্টি হল কোথা থেকে। তাঁদের বলেছি, ছত্তীসগঢ়ে এক জনসভায় আমি বলছিলাম, চৌকিদার যুবকদের ২ কোটি চাকরি দেবেন বলে কথা দিয়েছিলেন। বলেছিলেন, প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা দেবেন। ...সেই সময়েই ১০-১৫ জন যুবক বলতে থাকেন, চোর হ্যায়।’’ রাহুল বলেন, ‘‘ওই যুবকেরা কী বলছেন, প্রথমে শুনতে পাইনি। ওঁদের জিজ্ঞাসা করি, কী বলছেন? তখন ওঁরা বলেন, চোর হ্যায়। ফলে এই স্লোগান আমার কিংবা কংগ্রেসের তৈরি নয়। এটা ভারতের যুব সমাজ, কৃষক, শ্রমিকের স্লোগান।’’ কংগ্রেস সভাপতির মতে, দেশের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার থেকে নিজের মৃত্যু তাঁর কাছে বেশি কাম্য।

রাফাল নিয়েও এ দিন মোদীকে নিশানা করে রাহুলের দাবি— এক জন ‘চোর’, শিল্পপতি অনিল অম্বানী যাতে রাফালের বরাত পান, তা নিশ্চিত করেছিলেন মোদী। রাফাল প্রস্তুতকারক সংস্থা দাসোর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। রাহুল জানান, ক্ষমতায় এলে রাফাল নিয়ে তদন্ত করাবে কংগ্রেস। মোদীকে নিশানা করে রাহুল বলেন, ‘‘আমার সঙ্গে ১৫ মিনিট বিতর্কে যেতে রাজি নন আপনি। মানুষের মুখোমুখি হতেও চাইছেন না। মনে রাখবেন, সত্যের থেকে কেউ বাঁচতে পারবে না।’’

মোরেনায় আর একটি সভায় রাহুল দাবি করেন, মোদীকে মানুষ বিশ্বাস করেন না। চৌকিদারের পক্ষে আর প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। তাঁর অভিযোগ, দেশের সব চোর মোদীর সহযোগিতায় কালো টাকাকে সাদা করে ফেলেছেন। রাহুল বলেন, ‘‘বিদেশে গিয়ে শিল্পপতিদের সঙ্গে দেখা করেন মোদী। তাঁদের আলিঙ্গন করেন। তবে আমি কখনও অনিল অম্বানীকে আলিঙ্গন করব না। দেশের গরিব মানুষের সঙ্গেই থাকব।’’

মধ্যপ্রদেশে ভোট প্রচারে রাহুল বলেন, জইশ প্রধান মাসুদ আজহারকে জেল থেকে ছেড়ে দিয়েছিল বিজেপির সরকার। মাসুদকে বিদেশে নিয়ে যেতে বিজেপির মন্ত্রী তার সঙ্গে একই বিমানে সওয়ার হয়েছিলেন। জইশকে টাকাও দিয়েছিলেন তিনি। আর সেই জঙ্গি পুলওয়ামায় সিআরপির উপরে হামলা করেছে। মোদীকে জবাব দিতে হবে ওই কাজ কে করেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE