প্রতিপক্ষ মহাজোটের প্রার্থীর সঙ্গে বিবাদে জড়ালেন সুলতানপুরের বিজেপি প্রার্থী মেনকা গাঁধী। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে
কড়া নিরাপত্তার মধ্যে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ৬টি রাজ্য এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির মোট ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবেই। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনও অশান্তির খবর নেই।
বেলা ৩টে পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ৫০.৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.৩৮%, বিহার ৪৪.৪%, হরিয়ানা ৫১.৫২%, মধ্যপ্রদেশ ৫২.৪৬%, উত্তরপ্রদেশ ৪৩.২৬%, ঝাড়খণ্ড ৫৮.০৮%, দিল্লি ৪৪.৪৪%।
বিজেপির পতাকা দিয়ে জুতো মোছা ঘিরে উত্তেজনা
বিজেপির পতাকা দিয়ে জুতো মোছার অভিযোগ ঘিরে সংঘর্ষ উত্তরপ্রদেশের শাহাগঞ্জ। জানা গিয়েছে, শাহাগঞ্জ কেন্দ্রের জুনপুরের ৩৬৯ নম্বর বুথের কাছে একটি গাছে বিজেপির পতাকা ঝোলানো ছিল। এক ব্যক্তি সেই পতাকা খুলে নিয়ে নিজের জুতো মুছতে শুরু করেন। সেটা দেখেই বিজেপি কর্মীরা ক্ষেপে যান। ওই ব্যক্তিকে ধাক্কাধাক্কি, মারধর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়নি বলে জানিয়েছে কমিশন।
বিবাদে জড়ালেন মেনকা
নিজের কেন্দ্র উত্তপ্রদেশের সুলতানপুরে একটি বুথের সামনে বিরোধী মহাজোটের প্রার্থী সনু সিংহর সঙ্গে বিবাদে জড়ালেন মেনকা গাঁধী। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন দুই প্রার্থী। তার মধ্যেই একটি বুথের সামনে দেখা হয়ে যায় দু’জনের। মেনকা গাঁধীর অভিযোগ, ভোটারদের ভয় দেখাচ্ছিলেন সনু সিংহ এবং তাঁর অনুগামীরা। দু’জন মুখোমুখি হওয়ার পর মেনকা সনুকে ডেকে বলেন, এখানে এই সব দাদাগিরি চলবে না। এই নিয়েই ওই বুথে কিছুটা উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর জেরে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়নি বলে কমিশন সূত্রে খবর।
#WATCH: Minor argument between Union Minister and BJP's candidate from Sultanpur Maneka Gandhi and Mahagathbandhan candidate Sonu Singh after Gandhi alleged that Singh's supporters were threatening voters. #LokSabhaElections #Phase6 pic.twitter.com/l2Pn1yCRVO
— ANI UP (@ANINewsUP) May 12, 2019
হেভিওয়েট ভোট
ভোট শুরু হতেই বুথে বুথে ভোট দিতে পৌঁছে গিয়েছেন হেভিওয়েট নেতা-প্রার্থীরা। রাষ্ট্রপতি ভবনের বুথে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভোট দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। দিল্লিতে কে কামরাজ লেনের বুথে ভোট দিয়েছেন প্রণববাবু। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বললেন, রাফাল, নোটবন্দি, কৃষকদের সমস্যা, জিএসটি-সহ একাধিক ইস্যুতে এ বার ভোট হচ্ছে। ভোটপ্রচারে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ালেও তিনি প্রয়োগ করেছেন ভালবাসার অস্ত্র। ভালবাসাই শেষ পর্যন্ত জিতবে বলেও তিনি মন্তব্য করেন। দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের বুথে সস্ত্রীক ভোট দিলেন পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গৌতম গম্ভীর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা এক সময় এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ। প্রাক্তন ক্রিকেট অধিনায়কের পাশাপাশি ভোট দিলেন বর্তমান অধিনায়কও। দিল্লির গুরুগ্রামে পাইনক্রেস্ট স্কুলে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী এবং উত্তর দিল্লি কেন্দ্রের প্রার্থী শীলা দিক্ষীত ভোট দিলেন নিজামউদ্দিনের (পূর্ব) একটি বুথে। হরিয়ানার কর্নার বুথে ভোট দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। পূর্ব দিল্লি কেন্দ্রের পাণ্ডবনগরে ভোট দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এ ছাড়াও ভোট দিয়েছেন সোনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, প্রকাশ কারাত, কপিল দেব, সুষমা স্বরাজ, অরবিন্দ কেজরিওয়াল-সহ রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। ভোট দিয়েছেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাও।
Delhi: President Ramnath Kovind casts his vote at a polling booth in Rashtrapati Bhawan #LokSabhaElections2019 pic.twitter.com/O14Q2yZQzt
— ANI (@ANI) May 12, 2019
Haryana: Team India Captain Virat Kohli after casting his vote at a polling booth in Pinecrest School in Gurugram pic.twitter.com/z3vzJvxWSp
— ANI (@ANI) May 12, 2019
BJP Candidate from East Delhi Gautam Gambhir casts his vote at a polling booth in Old Rajinder Nagar. He is up against AAP's Atishi and Congress's Arvinder Singh Lovely pic.twitter.com/uzQZdH7qzN
— ANI (@ANI) May 12, 2019
Congress President Rahul Gandhi after casting his vote: The election was fought on key issues including demonetization, farmer problems, Gabbar Singh Tax and corruption in #Rafale. Narendra Modi used hatred in the campaign and we used love and I am confident love will win pic.twitter.com/gE1BgvQzPc
— ANI (@ANI) May 12, 2019
১১১ বছরের ভোটার
বুথে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শতায়ু ভোটার। দিল্লির সন্ত গঢ়ের বুথে ভোট দিলেন ১১১ বছর বয়সী বচ্চন সিংহ। সম্ভবত তিনিই দিল্লির প্রবীণতম ভোটার।
Delhi's oldest voter, 111-year old Bachan Singh after casting his vote at a polling booth in Sant Garh. #Phase6 #LokSabhaElections2019 pic.twitter.com/RP6MIAsk5B
— ANI (@ANI) May 12, 2019
বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, ঝাড়খণ্ডের ৪টি, মধ্যপ্রদেশের ৮টি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি এবং দিল্লির ৭টি আসনে আজ ভোট। একাধিক রাজনৈতিক হেভিওয়েট এবং তারকা প্রার্থীর ভাগ্য আজ বৈদ্যুতিন ভোটযন্ত্রে কয়েদ হয়ে যাবে।
দিল্লির সবক’টা আসনেই আজ ভোট। অর্থাৎ হর্ষবর্ধন, মীনাক্ষি লেখী, মনোজ তিওয়ারি, গৌতম গম্ভীর, হংসরাজ হংসদের মতো বিজেপি প্রার্থীদের ভাগ্য আজই নির্ধারিত হচ্ছে। কংগ্রেসের তরফেও আজ দিল্লির ময়দানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনের মতো প্রার্থীরা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উত্তরপ্রদেশের আজমগঢ়ে আজ পরীক্ষিত হচ্ছে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ভাগ্য। অন্য দিকে বিজেপির টিকিটে ইলাহাবাদ থেকে লড়ছেন রাজ্যের মন্ত্রী রীতা বহুগুণা যোশী, সুলতানপুর থেকে লড়ছেন কেন্দ্রের মন্ত্রী মেনকা গাঁধী।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
মধ্যপ্রদেশে যে সব আসনে আজ ভোট, তার মধ্যে ভোপালের দিকে সবার নজর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহ এবং বিজেপির সন্ন্যাসিনী প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের মধ্যে টানটান লড়াই ওই আসনে। গুণা থেকে লড়ছেন কংগ্রেসের আর এক হেভিওয়েট জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy