—ফাইল চিত্র।
‘হিরো নম্বর ওয়ান’ থেকে ‘কুলি নম্বর ওয়ান’। বলিউডে নম্বর ওয়ানের ছড়াছড়ি।
এ বার নতুন সংযোজন ‘মজদুর নম্বর ওয়ান’। তবে রাজনীতির ময়দানে। আজ আমদাবাদে ‘প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা’-র সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে তুলে ধরলেন ‘মজদুর নম্বর ওয়ান’ হিসেবে। মোদী বলেন, ‘‘স্বাধীনতার পরে প্রথম এই ধরনের প্রকল্প হল।
অতীতে কেউ কেউ গরিবি হটাওয়ের স্লোগান দিয়েছে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এমন প্রকল্পের কথা কেউ ভাবেনি। এখন আপনাদের ‘মজদুর নম্বর ওয়ান’ এমন প্রকল্প সামনে নিয়ে এল।’’ ১৮ থেকে ৪০ বছরের ব্যক্তি, অসংগঠিত ক্ষেত্রে যিনি মাসে ১৫ হাজার টাকার কম রোজগার করেন, এই প্রকল্পে যোগ দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট অর্থ জমা করে পেনশন পেতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy