আমেরিকার পুলিশ অবৈধ অভিবাসী ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে! হাতকড়া পরিয়ে! বৃহস্পতিবার সকালে এই ‘খবর’ প্রকাশ করেছে আমেরিকার সংবাদমাধ্যম। এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সংসদের বাজেট অধিবেশনে। ফলে লোকসভা এবং রাজ্যসভা সাময়িক ভাবে মুলতুবি করতে হয়।
আমেরিকা থেকে বুধবারই বিমানে করে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে। বুধবার বিকেলে পঞ্জাবের অমৃতসরে অবৈধবাসীদের দলটিকে নিয়ে নামে টেক্সাসের এল পাসো বিমানবন্দর থেকে আসা আমেরিকার সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমান। এঁদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার সংসদের দু’কক্ষের অধিবেশন শুরুর পরেই মুলতুবি প্রস্তাব এনে এই বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। সংসদ ভবন চত্বরেও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। লোকসভার স্পিকার ওম বিড়লা আলোচনার দাবি খারিজ করে দিলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিরোধীদের উদ্দেশে স্পিকার বলেন, ‘‘বিষয়টি গুরুতর। সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কিন্তু অন্য দেশেরও নিজস্ব নিয়মকানুন আছে। এ নিয়ে পরিকল্পিত ভাবে অধিবেশন অচল করবেন না।’’
আরও পড়ুন:
কিন্তু তাঁর আবেদন সাড়া না মেলায় প্রথমে বেলা ১২টা তার পর দুপুর ২টো তার পর সাড়ে ৩টে পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম। অশান্তির জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশনও। আমেরিকা থেকে অবৈধবাসী ফেরত পাঠানোর ঘটনা নিয়ে সেখানে বেলা ২টোয় সরকারের বক্তব্য জানাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্য দিকে, বিকেল ৪টেতে রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের বিতর্কে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।