গত আট বছর ধরে তিনি এক্স-এ (সাবেক টুইটার) নেই। তার পরেও সাইবার অপরাধের শিকার গায়ক সোনু নিগম। এই মর্মে তিনি একটি সতর্কবার্তাও দিয়েছেন। অনুরাগী এবং পরিচিতদের কাছে তাঁর অনুরোধ, তিনি নিজে বা তাঁর সহকারীরা কারও কাছে কোনও বার্তা এখনও পর্যন্ত পাঠাননি। তাই এক্স হ্যান্ডল থেকে তাঁর নাম করে কোনও বার্তা এলে কেউ যেন তা গ্রাহ্য না করেন।
সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে নেন গায়ক। জানান, তিনি অনেক বছর ধরে এক্স হ্যান্ডল ব্যবহার করেন না। সম্প্রতি সেখানেই সোনু নিগম সিংহ নামে জনৈক ব্যক্তি তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন। ইতিমধ্যেই ওই ব্যক্তি নাকি নানা জনকে বার্তা পাঠিয়েছেন। সেই খবর সদ্য পেয়েছেন সোনু। জানার পরেই দলের সদস্যদের নিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। বুঝতে পারেন, তাঁর নাম, পরিচয় ব্যবহার করে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই তিনি সকলকে সজাগ করছেন।
আরও পড়ুন:
সোনুর অনুরোধ, এই নামের অ্যাকাউন্ট থেকে কেউ কোনও বার্তা পেলে তা যেন গ্রাহ্য না করেন। দরকারে সাইবার অপরাধ দমন শাখার সহযোগিতা নিতে পারেন। কিংবা ব্লক করে দিতে পারেন সেই অ্যাকাউন্ট। যাতে ওই ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহারকারী কারও কোনও ক্ষতি করতে না পারেন। তিনি এ-ও জানিয়েছেন, ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে নাকি বেশ কিছু শাসকবিরোধী পোস্টও করা হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি নিয়ে শীঘ্রই তিনি মুম্বই সাইবার অপরাধদমন শাখার দ্বারস্থ হচ্ছেন, এ কথাও জানিয়েছেন ইনস্টাগ্রামে।