Advertisement
০২ নভেম্বর ২০২৪

শর্মিলাকে সমর্থন আপ-বাম জোটের

শর্মিলা চানুর দল পিআরজেএ-র পাশে দাঁড়াল আপ ও বাম দলগুলির জোট, লেফট অ্যান্ড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)। আজ এলডিএফ নেতারা জানিয়েছেন, মণিপুরের ভোটে তাঁরা শর্মিলার সঙ্গেই থাকবেন। শর্মিলার দল অবশ্য কারও কাছেই জোট গড়ার আবেদন নিয়ে যায়নি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:১২
Share: Save:

শর্মিলা চানুর দল পিআরজেএ-র পাশে দাঁড়াল আপ ও বাম দলগুলির জোট, লেফট অ্যান্ড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)। আজ এলডিএফ নেতারা জানিয়েছেন, মণিপুরের ভোটে তাঁরা শর্মিলার সঙ্গেই থাকবেন। শর্মিলার দল অবশ্য কারও কাছেই জোট গড়ার আবেদন নিয়ে যায়নি। কিন্তু শনিবার, প্রথম পর্যায়ের ভোটের দু’দিন আগে এলডিএফ নেতারা শর্মিলাকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

মণিপুরে এলডিএফ জোটে আছে সিপিআই, সিপিএম, জনতা দল, আম আদমি পার্টি, এনসিপি ও এমএনডিএফ। এলডিএফের আহ্বায়ক তথা সিপিআইয়ের রাজ্য সম্পাদক মইরাংথেম নর এবং ত্রিপুরার সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী আজ শর্মিলার এক অনুষ্ঠানে হাজির হয়ে তাঁদের সিদ্ধান্তের কথা জানান। তাঁদের বক্তব্য, কংগ্রেসের কুশাসন, কং-বিজেপি বিরোধ, আম জনতাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার নীতিতে মানুষ বিরক্ত। আফস্পা হঠানো নিয়ে কেউ কোনও কথাই বলছে না। এই পরিস্থিতিতে শর্মিলার লড়াই-ই এলডিএফের গ্রহণযোগ্য মনে হয়েছে। দুই নির্দল প্রার্থী-সহ ৬০টি আসনের মধ্যে ৫২টি আসনে লড়ছে এলডিএফ। শর্মিলারা লড়ছেন তিনটি আসনে। এ বারের নির্বাচনে এলডিএফ-শর্মিলা নির্ণায়কের ভূমিকা নিতে চলেছে বলে দাবি করে নর বলেন, “শর্মিলারা তিনটি আসনে লড়ছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হল সমাজ বদলের এক স্বপ্ন ও আদর্শ নিয়ে লড়ছেন তিনি ও তাঁর দল।’’

অন্য বিষয়গুলি:

Irom Chanu Sharmila Left Front
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE