পুলিশের হাত থেকে বাঁচতে মাদকভর্তি প্যাকেট গিলে নিয়েছিলেন যুবক। আর তার জেরেই মৃত্যু হল তাঁর। ঘটনাটি কেরলের কোঝিকোড়ের।
শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায় কোঝিকোড়ে মাদকপাচার হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে যায় তারা। পুলিশের তল্লাশি অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। কিন্তু ধরা পড়ে যান সানিদ নামে এক যুবক। কিন্তু পুলিশকে দেখেই মাদকভর্তি প্যাকেট গিলে ফেলেন তিনি। তার পর পালাতে গিয়েই ধরা পড়ে যান।
মাদকের প্যাকেট কোথায়, তা জানতে চাওয়া হলে সানিদ পুলিশকে জানান যে, তিনি সেটি গিলে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করে দেখেন প্যাকেটটি পাকস্থলীতে আটকে রয়েছে। চিকিৎসকেরা জানিয়ে দেন, দ্রুত অস্ত্রোপচার করতে হবে, না হলে প্রাণহানির আশঙ্কা দেখা দিতে পারে। কিন্তু সানিদ বেঁকে বসেন। তিনি অস্ত্রোপচার করাতে অস্বীকার করেন। সানিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অস্ত্রোপচারের অনুমতি চাওয়া হয়। কিন্তু তারাও অনুমতি দিতে রাজি হননি।
শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়, সানিদের মৃত্যু হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।