Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

এ বার কেনিয়ার তরুণীকে মারধর

আবার আক্রান্ত আফ্রিকান। সেই গ্রেটার নয়ডায়। দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েক দিনে গ্রেটার নয়ডায় বেশ কয়েক জন আফ্রিকানের উপর হামলার ঘটনা ঘটেছে। জাতিবিদ্বেষের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক এবং উত্তরপ্রদেশ সরকার।

 নিগৃহীতা: কেনিয়ার ছাত্রী মারিয়া বুরেনডি। ছবি: পিটিআই।

নিগৃহীতা: কেনিয়ার ছাত্রী মারিয়া বুরেনডি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
গ্রেটার নয়ডা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০৩:১৬
Share: Save:

আবার আক্রান্ত আফ্রিকান। সেই গ্রেটার নয়ডায়।

দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েক দিনে গ্রেটার নয়ডায় বেশ কয়েক জন আফ্রিকানের উপর হামলার ঘটনা ঘটেছে। জাতিবিদ্বেষের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক এবং উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তাতেও গ্রেটার নয়ডায় আফ্রিকানদের উপর হামলার ঘটনায় যে রাশ টানা যায়নি, বুধবার তা প্রমাণ হয়ে গেল। এ বার কেনিয়ার এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে এক দল লোকের বিরুদ্ধে।

নিগৃহীত তরুণীর নাম মারিয়া বুরেনডি। তিনি নয়়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পড়ুয়া। বুধবার ওই তরুণী অটো-রিক্সা করে কলেজে যাচ্ছিলেন। অভিযোগ, নলেজ পার্কের সামনে এক দল লোক অটোটিকে থামিয়ে মারিয়াকে টেনে নামিয়ে মারধর করে। দুষ্কৃতীরা তাঁর তলপেটে লাথি-ঘুষি মারে। তার পর রক্তাক্ত ওই ছাত্রীকে রাস্তায় ফেলে পালায়। মারিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পরপর এই হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারতে আফ্রিকান ছাত্রদের সংগঠন। ছাত্রদের তারা বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। ভারত সরকারের কাছে আফ্রিকানদের জীবন এবং সম্পত্তি রক্ষার দাবিও জানিয়েছে সংগঠনটি। ভারত সরকারও এই সব হামলাকে শোচনীয় আখ্যা দিয়ে আফ্রিকান ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

মণীশ খারি নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যুর পর থেকেই আফ্রিকানদের উপর হামলা শুরু হয়েছে গ্রেটার নয়ডায়। গত শুক্রবার সন্ধ্যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জানা যায় শেষ বার মণীশকে শেষ বার পাঁচ নাইজেরীয় যুবকের সঙ্গে দেখা গিয়েছে। গুজব রটে যায় ‘নরমাংসভোজী’ আফ্রিকানরা মণীশকে খেয়ে ফেলেছে। এর পরেই ওই পাঁচ নাইজেরীয় যুবকের বাড়িতে চড়াও হয়ে তাঁদের মারধর করে জনতা। পরে অপ্রকৃতিস্থ অবস্থায় মণীশ ফিরে আসে। শনিবার তার মৃত্যু হয়। জানা যায়, অতিরিক্ত মাদক খাওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। মণীশের বাড়ির লোকের অভিযোগ, ওই পাঁচ নাইজেরীয় মণীশকে মাদক খাইয়েছে। পুলিশ পাঁচ নাইজেরীয়কে আটক করে। কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দেয়। এর প্রতিবাদে সোমবার মিছিল বের করে লোকজন। সেই মিছিলও হিংস্র হয়ে ওঠে। মিছিলের লোকজন একটি মলে ঢুকে চার নাইজেরীয় ছাত্রকে বেধড়ক মারধর করে। বুধবার সেই মলের কাছেই হামলার শিকার হলেন কেনিয়ার মারিয়া বুরেনডি।

ফলে উদ্বেগটা থেকেই যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Greater Noida Kanya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE