হোম সায়েন্স, সঙ্গীত এবং সংস্কৃত। অতিরিক্ত বিষয় হিসেবে তিনটি অপশন। সপ্তম শ্রেণির ছাত্রীটি বেছে নিয়েছিল দেবভাষাই। যে হাত মানুষের বর্জ্য পরিষ্কার করত, সেই হাতই তুলে নিয়েছিল কালিদাস, ভাস, ভবভূতির লেখা অমর সাহিত্য। হরিয়ানার প্রত্যন্ত গ্রামের সেই দলিতকন্যা জানতে চেয়েছিল দেবভাষার কোন বইয়ে লেখা আছে হরিজনদের সমাজের সব ক্ষেত্রে অস্পৃশ্য করে রাখতে?