বেঙ্গালুরুতে এক তরুণীকে রাস্তায় হেনস্থার অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, বাইক আরোহী দুই যুবক ওই তরুণীকে হেনস্থা করছেন দেখে কয়েক জন প্রতিবাদও করেন। অভিযোগ, দুই যুবক তাঁদের শাসানোর পাশাপাশি ‘দেখে নেওয়া’র হুমকিও দেন। ঘটনাটি ঘটেছে বুধবার। দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তরুণীর বাড়ি অসমে। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকেন। সেখানে একটি পার্লারে কাজ করেন। পেশায় বিউটিশিয়ান। বুধবার পূর্ব বেঙ্গালুরুর লিঙ্গরাজপুরমে এক বন্ধুর বাড়িতে বিশেষ দরকারে স্কুটি নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে কাজ সেরে ফিরছিলেন। বিকেল তখন সওয়া ৪টে। রাস্তার পাশে দাঁড়িয়ে গুগ্ল ম্যাপের সাহায্যে নিজের বাড়ি ফেরার রাস্তা দেখাছিলেন। অভিযোগ, সেই সময় বাইক নিয়ে দু’জন আসেন, তাঁকে আপত্তিজনক ভাবে ছোঁয়া শুরু করেন। তাঁর উদ্দেশে অশ্লীল মন্তব্যও করছিলেন।
তরুণীর অভিযোগ, তিনি প্রতিবাদ করেন। দুই যুবক তাঁকে বোন বলেও সম্বোধন করেন। তার পর আবার বলেন, ‘‘কী হল, ব্রেকআপ হয়ে গিয়েছে না কি? আমাদের সঙ্গে যাবে? আবার তোমাকে বাড়িতেও পৌঁছে দেব!’’ তরুণী জানান, দুই যুবক যখন এই মন্তব্য করছিলেন, তখনই তিনি উপলব্ধি করেন এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাওয়া ভাল। স্কুটি চালু করে তিনি রাস্তা ধরে এগোতে শুরু করেন। তাঁর পিছু নেন দুই যুবক। তার পর আবার পিছন থেকে এসে আপত্তিজনক ভাবে শরীরে হাত দেন তাঁরা। ১৫ মিনিট ধরে এ ভাবে তাঁকে হেনস্থা করে গিয়েছেন যুবক।
তার পর একটি পেট্রল পাম্প আসতেই তিনি স্কুটি নিয়ে সেখানে ঢুকে পড়েন। কিন্তু পাম্পটি বন্ধ ছিল। তরুণী বলেন, ‘‘আমি চিৎকার করতে থাকি। দুই যুবককে বলি, হয় আমাকে মারুন, না হলে আপনাদের দু’জনকেই মরতে হবে। আমার কথা শুনে ওঁরা জোরে জোরে হাসছিলেন।’’ এই ঘটনা যখন ঘটছে, পেট্রল পাম্পের কাছেই একটি হোটেল থেকে চার জন বেরিয়ে আসেন। তরুণী জানান, তাঁর চিৎকার শুনেই হয়তো বেরিয়ে এসেছিলেন। যখন তাঁরা দেখেন দুই যুবক হেনস্থা করছে, তাঁদেরকে ধরার চেষ্টা করেন। তখন বাইকের পিছনে বসে থাকা যুবক একটি ছুরি বার করে শাসাতে থাকেন। তার পর আবার বাইক নিয়ে চম্পট দেন।
এই ঘটনার পর স্থানীয় থানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।