Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

খুন হবেন, আশঙ্কায় কাঠুয়ায় ধর্ষিতার মা

আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ওরা বেরিয়ে এসেই আমাদের মারবে। তাই ওদের বিচার না হলে আমাদের গুলি করে মেরে ফেলাই ভাল। আমাদের বাড়ি-ঘর-সম্পত্তি সব চলে গিয়েছে। আমরা মাত্র চার জন টিকে রয়েছি। আমি, আমার স্বামী ও দুই সন্তান।’’

সংবাদ সংস্থা
কাঠুয়া শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০৩:২১
Share: Save:

অভিযুক্তরা মুক্তি পেলে বাইরে এসেই তাঁদের মেরে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কাঠুয়ায় ধর্ষিতা ও নিহত শিশুকন্যার মা। আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ওরা বেরিয়ে এসেই আমাদের মারবে। তাই ওদের বিচার না হলে আমাদের গুলি করে মেরে ফেলাই ভাল। আমাদের বাড়ি-ঘর-সম্পত্তি সব চলে গিয়েছে। আমরা মাত্র চার জন টিকে রয়েছি। আমি, আমার স্বামী ও দুই সন্তান।’’

সম্প্রতি কাঠুয়া মামলা জম্মু ও কাশ্মীরের আদালত থেকে সরিয়ে চণ্ডীগড়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন ধর্ষিতার বাবা। আজ, সোমবার এই নিয়ে রায় দিতে পারে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। তার আগে নিহত শিশুটির মায়ের অভিযোগ, অভিযুক্তদের বাঁচানোর জন্য এই ধর্ষণ মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানানোর জন্য তাঁদের চাপ দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

‘প্রকৃত দোষী’দের ধরার জন্য ইতিমধ্যেই সিবিআই তদন্ত চেয়েছে আট অভিযুক্ত। ধর্ষণের মূল অভিযুক্ত সঞ্জি রাম নিজেকে নিরপরাধ বলে দাবি করেছে। তার বক্তব্য, শিশুটি তার নাতনির মতো ছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE