ধারওয়াড়ের সুভাষ রোডে মত্ত ওই ব্যক্তিকে মারধরের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবি: টুইটার।
মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য মত্ত এক ব্যক্তিকে মারধর এবং জুতোপেটা করলেন স্থানীয়রা। কর্নাটকের ধারওয়াড়ের ঘটনা। অভিযোগ, ওই ব্যক্তি রাস্তায় যাতায়াত করা মহিলাদের মোবাইল নম্বর চেয়ে বিরক্ত করছিলেন। পথচলতি মহিলাদের কুরুচিকর অঙ্গভঙ্গি করার অভিযোগও রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তিকে মারধর শুরু করেন উত্তেজিত জনতা। ধারওয়াড়ের সুভাষ রোডে মত্ত ওই ব্যক্তিকে মারধরের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার উপর বসে থাকা ওই মত্ত ব্যক্তিকে এলোপাথাড়ি চড় মারছেন এক জন মহিলা। কিছু ক্ষণ পর মত্ত ওই ব্যক্তির মাথায় ও মুখে জুতো দিয়েও মারতে দেখা যায় মহিলাকে। মহিলার পাশাপাশি ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায় অন্য এক যুবককেও। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবা়জার অনলাইন।
A man in an inebriated state was misbehaving with women in #Dharward. He was going on asking mobile phone numbers of women. He was beaten with slippers. Incident happened at Subhas road. pic.twitter.com/9WlGplQvjL
— Imran Khan (@KeypadGuerilla) December 30, 2022
পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও স্থানীয় সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy