অরবিন্দ কেজরীবালের হাতে গড়া দল থেকে তাঁকেই উৎখাত করে নতুন ভাবে আম আদমি পার্টি গড়ার ডাক দিলেন বরখাস্ত হওয়া নেতা কপিল মিশ্র। আর এতে সামিল হওয়ার আবেদন জানালেন যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণের মতো নেতাদের, যাঁদের আগেই আপ থেকে বের করে দিয়েছেন কেজরীবাল।
আজ কেজরীর বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ এনেছেন কপিল। হাই সিকিউরিটি নম্বর প্লেটে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দলের আরও নেতার নাম তাতে যোগ করেন তিনি। কপিলের মতে, আম আদমি পার্টি তিনি ছাড়ছেন না। অন্য কোনও দলেও যোগ দিচ্ছেন না। বরং আম আদমি পার্টিতে ‘দুর্নীতিগ্রস্তদের’ বের করে দলকে নতুন ভাবে গড়ে তুলবেন। সে জন্য আজ যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণদের কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল। তাঁর কথায়, ‘‘এক সময় অরবিন্দ কেজরীবালকে অন্ধ অনুসরণ করেই যোগেন্দ্র যাদবদের প্রতি কুকথা বলেছিলেন। সেই সময় বুঝিনি, আসলে ওঁরা কেজরীবালের বিরুদ্ধে কী কারণে সরব হয়েছিলেন।’’
জবাবে যোগেন্দ্র যাদব বলেন, কপিলের উচিত আপ-এর সব কর্মীর কাছেই ক্ষমা চাওয়া। যদিও কপিলের যাবতীয় অভিযোগ উড়িয়ে আম আদমি পার্টির বক্তব্য, বিজেপি নেত্রীর ছেলে কপিলকে সামনে রেখে অমিত শাহরাই পিছন থেকে কলকাঠি নেড়ে আপ-কে ভাঙতে চাইছে। কেজরীর কথায়, ‘‘কপিলের অভিযোগ সত্যি হলে আমি রেহাই পেতাম না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy