জামিয়া নিয়ে প্রতিক্রিয়া অমিতের। —ফাইল চিত্র।
শান্তিপূর্ণ মিছিল চলাকালীন জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালায় বছর ১৯-এর এক যুবক। তা নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
সন্ধ্যা ৬টা নাগাদ টুইটারে অমিত শাহই প্রথম নীরবতা ভাঙেন। তিনি লেখেন, ‘‘গুলি চলার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁকে কঠোরতম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি আমি। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনও ভাবেই দোষীকে রেয়াত করা হবে না।’’
आज दिल्ली में जो गोली चलाने की घटना हुयी है उसपर मैंने दिल्ली पुलिस कमिश्नर से बात की है और उन्हें कठोर से कठोर कार्यवाही करने के निर्देश दिए हैं।
— Amit Shah (@AmitShah) January 30, 2020
केंद्र सरकार इस तरह की किसी भी घटना को बर्दाश्त नहीं करेगी, इसपर गंभीरता से कार्यवाही की जाएगी और दोषी को बख्शा नहीं जायेगा।
শাহের টুইট।
আরও পড়ুন: হামলার কয়েক মিনিট আগে ফেসবুক লাইভ, কে এই রামভক্ত গোপাল?
আরও পড়ুন: ‘ইয়ে লো আজাদি’, জামিয়ার বাইরে সিএএ বিরোধী মিছিলে গুলি যুবকের
জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শাহিন বাগের আন্দোলনকে নিশানা করেছিলেন দলের সাংসদ অনুরাগ ঠাকুর। দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যই আজকের ঘটনায় ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা।
অমিত শাহ দিল্লি পুলিশের হাত বেঁধে রাখাতেই, ঘটনার সময় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টিও। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাও দাবি করে তারা। তার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy