প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।
ধনখড়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোদী ছাড়াও সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা-সহ আরও অনেকে। এনডিএ শিবির থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয়েছে ধনখড়কে। এর পরই রবিবার বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দেন তিনি।
#WATCH | Delhi: NDA candidate Jagdeep Dhankhar files his nomination for the Vice Presidential elections in the presence of PM Narendra Modi.
— ANI (@ANI) July 18, 2022
(Source: DD) pic.twitter.com/jyUOddtxOe
পেশায় আইনজীবী, প্রাক্তন সাংসদ ধনখড় ২০১৯ সালের অগস্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।রাজভবনে ধনখড় পা রাখার পর থেকেই নানা বিষয়ে বাংলার সরকারের সঙ্গে তাঁর সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল বনাম বাংলার শাসকদলের বাক্যুদ্ধে সরগরম ছিল রাজনীতির ময়দান।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই এবং নির্বাচন হবে ৬ অগস্ট। আগামী ১০ অগস্ট শেষ হচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ।