রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট দিলেন নরেন্দ্র মোদী, মনমোহন সিংহ, সনিয়া গাঁধী, অমিত শাহ, মায়াবতী। ছবি: পিটিআই।
শেষ হল রাষ্ট্রপতি নির্বাচন, ৯৯.১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন রিটার্নিং অফিসার।
Delhi | Union Home Minister Amit Shah cast his vote for the Presidential election, at Parliament. pic.twitter.com/BKINSA0WZy
— ANI (@ANI) July 18, 2022
সংসদ ভবনে এসে গোপন ব্যালটে ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অখিলেশ যাদব বললেন, ‘‘শ্রীলঙ্কা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। দেশের সর্বোচ্চ পদে এমন কোনও ব্যক্তির থাকা উচিত যিনি সময়ে অসময়ে দেশকে পথ প্রদর্শন করতে পারবেন। তাই সমাজবাদী পার্টির তরফে সবাই যশবন্ত সিন্হাকেই ভোট দেব আমরা।’’
রাষ্ট্রপতি ভোটে অর্থের খেলা চলছে— যশবন্তের এই দাবিকে খারিজ করে বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, ‘‘হেরো পার্টিদের কথার কোনও গুরুত্ব নেই!’’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘উনি বুঝতে পেরেছেন যে উনি হারতে চলেছেন, তাই এখন এসব বলছেন।’’
রাষ্ট্রপতি ভোটেও টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্হা। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি ভোটে গোপন ব্যালটের ব্যবস্থা থাকে। যাতে ভোটদানকারীরা নিজেদের মত প্রকাশ করতে কোনও অসুবিধায় না পড়েন। কিন্তু তার মধ্যে অর্থের খেলা চলছে। দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। আমার অনুরোধ, ভোটদানকারীরা নিজেদেক অন্তরাত্মার কথা শুনুন।’’
Former Prime Minister of India and Congress MP Manmohan Singh, after casting his vote in the election being held for the post of President of India in Parliament pic.twitter.com/pm4Bihza1Z
— ANI (@ANI) July 18, 2022
অশক্ত শরীরেও ভোট দিতে এলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। হুইল চেয়ারে বসিয়ে মনেমাহনকে নিয়ে আসা হল সংসদে। সাহায্য নিয়ে কোনও মতে ব্যালট বক্সের সামনে দাঁড়িয়ে ভোট দিলেন মনমোহন।
Former Prime Minister and Congress MP Dr Manmohan Singh cast his vote for the Presidential election, today at the Parliament. pic.twitter.com/H6jl3O7hlb
— ANI (@ANI) July 18, 2022
উত্তরপ্রদেশে ভোট দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তামিলনাড়ুতে বিধানসভায় ভোট দিলেন ডিএমকে প্রধান এম কে স্তালিন। উল্লেখ্য, বিধায়কদের ভোট মূল্যে সবার আগে রয়েছে উত্তরপ্রদেশের নাম। প্রতি বিধায়কের ভোট মূল্য এ রাজ্যে ২০৮। তামিলনাড়ু ভোট মূল্যে দ্বিতীয়। এ রাজ্যের বিধায়কদের ভোট মূল্য ১৭৬।
সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে বুথ। বুথে নিজের ভোট দিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।
বাদল অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন জেতার জন্য প্রার্থীকে পাঁচ লক্ষ ৪৩ হাজার ২১৬ ভোট পেতে হবে। ২১ জুলাই ফল ঘোষণা করা হবে। ২৫ জুলাই শপথ নেপেন নতুন রাষ্ট্রপতি। এর পর ৬ অগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy