বিশেষ সিবিআই আধালতে পি চিদম্বরম। ছবি: পিটিআই
সুপ্রিম কোর্টের পর বিশেষ সিবিআই আদলতেও ধাক্কা খেলেন পালানিয়াপ্পন চিদম্বরম। আগামী ৩০ অগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ালেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই-এর তরফে অভিযোগ আনা হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী। অন্য দিকে চিদম্বরমের হয়ে সওয়াল করেন দুই বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে তাঁকে ফের সিবিআই হেফাজতেই পাঠান বিচারক অজয় কুমার কুহর।
আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে গত ২১ অগস্ট চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট। ওই রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরের দিন বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক তাঁকে ২৬ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর আজ আদালতে তোলে সিবিআই।
সিবিআই-এর পক্ষে তুষার মেহতা বলেন, ‘‘বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটন করতে অভিযুক্তের চিদম্বমের মুখোমুখি বসিয়ে অন্য অভিযুক্তদেরও জেরা করার প্রয়োজন। তাই তাঁকে আরও পাঁচ দিনের হেফাজত দেওয়া হোক।’’ পাল্টা সওয়াল করেন চিদম্বরমের দুই আইনজীবীও। দীর্ঘ ৪০ মিনিট ধরে চলে শুনানি। পরে চিদম্বরমকে ৩০ অগস্ট শুক্রবার পর্যন্ত সিবিআই হেফাজত মঞ্জুর করেন। ওই দিন ফের তাঁকে আদালতে পেশ করবে সিবিআই।
আরও পড়ুন: কাশ্মীর ‘দ্বিপাক্ষিক’ ইস্যু, ট্রাম্পকে বোঝালেন মোদী, সুর মেলালেন মার্কিন প্রেসিডেন্টও
আরও পড়ুন: ভারতে জেএমবি জঙ্গি গোষ্ঠীর মাথা বীরভূমের ইজাজ এসটিএফের জালে
সিবিআই সূত্রে খবর, ২২ অগস্ট নিজেদের হেফাজতে পাওয়ার পর থেকেই চিদম্বরমকে দফায় দফায় টানা জেরা চালিয়ে গিয়েছেন তদন্তকারীরা। কিন্তু তদন্তকারী অফিসারদের দাবি, চিদম্বরম কার্যত তদন্তে টানা অসহযোগিতা করে গিয়েছেন। এর পাশাপাশি তাঁদের যুক্তি ছিল, অভিযুক্তকে জেরা করে আরও প্রচুর তথ্য মিলবে। সেই যুক্তিতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ফের হেফাজতে পেয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy