করাচিতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। যদিও অসুস্থ যাত্রীর প্রাণ বাঁচানো যায়নি। ফাইল চিত্র।
দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগোর একটি বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যাত্রী। তাঁর অসুস্থতার জেরে বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। করাচিতে বিমান থেকে ওই যাত্রীকে নামানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, সোমবার দোহাগামী একটি বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাইজেরিয়ার এক নাগরিক। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে তড়িঘড়ি বিমানের অভিমুখ ঘুরিয়ে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের অনুমান, বিমানেই মৃত্যু হয়েছে তাঁর। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
নাইজেরিয়ান এই বিমানযাত্রীর মৃত্যুতে বিমানসংস্থার তরফে শোকবার্কা প্রকাশ করে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে সংস্থার সকলে গভীরভাবে শোকাহত। তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সমবেদনাও জানিয়েছে বিমান সংস্থাটি। তবে বিমানে আটকে থাকা অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াও যে তাঁদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, তা জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy