মর্গ্যানের বাঁ হাতের গ্লাভস নিয়েই চলছে চর্চা। ছবি: সংগৃহীত।
রবিবার রাতে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা গেল হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানকে। ৮৫ বছর বয়সি এই অভিনেতা মঞ্চে উঠতেই তারকাময় দর্শকাসন থেকে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মর্গ্যানের সহ-উপস্থাপক হিসাবে ছিলেন ‘হার্লে কুইন’ খ্যাত অভিনেত্রী মার্গো এলিস রোবি।
সাদা শার্টের উপরে কালো কোট এবং প্যান্ট, দু’কানে জ্বলজ্বল করছে হিরের দুল। এমন বেশেই মর্গ্যান এসেছিলেন অস্কারের মঞ্চে। তবে কারও চোখ এড়ায়নি মর্গ্যানের বাঁ হাতের কালো দস্তানা। তা নিয়েই শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, মর্গ্যান কেন হঠাৎ এক হাতে দস্তানা পরতে গেলেন? এটা কি অভিনেতার সাজগোজের অঙ্গ, না কি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনও কারণ?
না, শুধু পোশাকের সঙ্গে মিলিয়ে দস্তানা পরেননি মর্গ্যান। ২০০৮ সালে মিসিসিপি হাইওয়েতে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। মর্গ্যান যে গাড়িতে ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ি থেকে ‘হাইড্রোলিক কাটার’ দিয়ে কেটে বার করা হয়েছিল অভিনেতাকে। দুর্ঘটনায় মারাত্মক আঘাত পান অভিনেতা। তার পর থেকেই স্নায়ুর রোগে আক্রান্ত হন তিনি। রক্ত চলাচলেও সমস্যা দেখা দেয়।
ধীরে ধীরে মর্গ্যানের বাঁ হাত অবশ হয়ে যায়। নিজের অসুস্থতা নিয়ে ২০১০ সালে মুখ খোলেন তিনি। বাঁ হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলার পর থেকেই তিনি জনসমক্ষে এলে দস্তানা ব্যবহার করেন। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের সন্ধ্যাতেও তাই বাঁ হাতে দস্তানা পরেই এলেন মর্গ্যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy