দেশে গ্রামের চেয়েও কর্মহীনের সংখ্যা বেশি শহরে! বলছে সমীক্ষা। প্রতীকী ছবি।
দেশে বেকারত্ব আরও বাড়ল। শুধু বা়ড়লই না, গত ৩ মাসের মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সমীক্ষা তেমনটাই জানাচ্ছে। মার্চ মাসে দেশে বেকারত্বের হার ছিল ৭.৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৭.৫ শতাংশ।
সিএমআইই-র পরিসংখ্যান বলছে, মার্চ মাসে দেশের শহরগুলিতে বেকারত্বের হার ছিল ৮.৪ শতাংশ। গ্রামে এই হার ছিল ৭.৫ শতাংশ। বেকারত্বের এই ক্রমবর্ধমান হার দেশের অর্থনীতি নিয়ে শাসকের চিন্তা বাড়াবে বলেই মনে করছে সমীক্ষক সংস্থাটি। আন্তর্জাতিক রাজনীতির নানা টালমাটাল পরিস্থিতির সঙ্গে যুঝতে হচ্ছে বিশ্বের প্রায় সব দেশকেই। মন্দা এড়াতে পারলেও মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে হচ্ছে দেশের অর্থনীতিকে। রিজ়ার্ভ ব্যাঙ্কের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, মুদ্রাস্ফীতি রুখতে রেপো রেট আরও বাড়াতে চলেছে তারা। যার অর্থ ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সুদের গুনতে হবে মধ্যবিত্তকে।
সমীক্ষক সংস্থাটির প্রধান সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত মাসে বেকারত্বের হার বৃদ্ধির নেপথ্যে ছিল শিল্পক্ষেত্রে শ্রমিক শ্রেণির যোগদানের হারে বড় পতন। সেই পতন এখনও রোখা যায়নি বলে জানিয়েছেন তিনি। নতুন কর্মসংস্থান তৈরি করা না গেলে বেকারত্বে লাগাম পরানো যাবে না— এমনটাও ওই সমীক্ষায় উঠে এসেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy