ছবি: সংগৃহীত।
আবহাওয়ার মনমেজাজ ভাল নেই। টানা তিন বছর ধরে বিশ্ব জুড়েই বেড়েছে হাঁসফাঁস করা গরম। এতটাই যে তা ছাপিয়ে গিয়েছে সব রেকর্ড। ২০১৬ ছিল পৃথিবীর উষ্ণতম বছর। জানিয়েছিল ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। দেশের হাওয়া অফিসের সতর্কবার্তা, স্বস্তি মিলবে না চলতি বছরও। তবে সবচেয়ে হাঁসফাঁস করা অবস্থা হবে দেশের উত্তরাঞ্চলে। এমনকী, বহু রাজ্যেই লু বয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে।
ভারতীয় মেট দফতরের হুঁশিয়ারি, তীব্র গরমে ঝলসে যাবে পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলঙ্গানা। ওই রাজ্যগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। একই রকম ভাবে ঝাঁ ঝাঁ রোদে জ্বলবে মরাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, ও বিদর্ভ অঞ্চল-সহ অন্ধ্রের উপকূলবর্তী এলাকা।
আরও পড়ুন
৯৯ বছরের বৃদ্ধাকে জেলে নিয়ে গেল পুলিশ, কারণটা জানলে অবাক হবেন
১৯০১-এর পর থেকে দেশে সবচেয়ে বেশি গরম পড়েছিল গত বছর। রাজস্থানের ফালোড়িতে সেলসিয়াসের পারদ চড়েছিল রেকর্ড মাত্রায় ৫১ ডিগ্রি। সারা দেশ জুড়েই উষ্ণতার কোপে পড়ে মারা গিয়েছিলেন ১,৬০০ জন। তার মধ্যে ৭০০ জনেরই মৃত্যু হয়েছিল লু-এর প্রভাবে। হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস, মার্চ থেকে মে মাস ছাড়িয়ে গ্রীষ্মের ইনিংস চলবে অন্তত জুন পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy