নিত্য দিনের মতো মাঠে চাষের কাজে গিয়েছিলেন ওঁরা। হঠাত্ই এক জনের নজরে পড়ে, দূরে কাদার মধ্যে কিছু একটা যেন আটকে রয়েছে। মাঝে মধ্যে সেটা একটু আধটু নড়াচড়াও করছে। একটু এগোতেই পুরো বিষয়টি পরিষ্কার হয় ওই কৃষকদের কাছে।
গরমে প্রায় শুকিয়ে গিয়েছে নদী। নদী পাড়ের অনেকটা জায়গা জুড়ে এখন এক হাঁটু কাদা। সেই কাদাতেই আটকে রয়েছে একটি কুমির। ব্যাপারটা বুঝতে পেরে প্রথমটায় ওদিকে এগোতেই চাইছিলেন না কেউ। কোন সাহসে এগোবেন তাঁরা! কুমিরের শিকার পদ্ধতি যে বড় অদ্ভুত! শিকার ধরতে ওঁত পেতে একেবারে মড়ার মতো পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বেখেয়ালে তার নাগালের মধ্যে পৌঁছলেই সর্বনাশ! আর নিস্তার নেই। তাই এগোতে সাহস পাননি ওঁরা।
কী করে কুমির এল এখানে?
অনেক ক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর বোঝা যায়,আসলে গরমে প্রায় শুকিয়ে যাওয়া নদীর জলকাদাতেই আটকে পড়েছে কুমিরটি। এর পর দু’তিন জন নিজেদের বিপদের পরোয়া না করেই এগিয়ে যান তাকে বাঁচাতে। সাহস করে এক কৃষক ধরে ফেলেন কুমিরটিকে। এর পর সবাই মিলে ধরাধরি করে কুমিরটিকে নিরাপদ জায়গায় নিয়ে এসে জল দিয়ে পরিষ্কার করেন তাঁরা। পরে একটু সুস্থ হলে নদীতে ছেড়ে দেওয়া হয় কুমিরটিকে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের কুরতি গ্রামে। দিন দুয়েক আগেই এই গোটা ঘটনার ভিডিওটি পোস্ট করা হয় ইউটিউবে। দেখতে দেখতে এখন তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। এখন রীতিমতো ভাইরাল এই ভিডিওটি।
দেখুন ভিডিও:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy