রাজস্থানের শিরোহিতে ভেঙে পড়া মিগ ২৭ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত।
ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ ২৭। রবিবার রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে।
যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে ভেঙে পড়েছিল আরও একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় এই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করতে কার্যকরী ভূমিকা নিয়েছিল ভারতীয়বায়ুসেনার এই যুদ্ধবিমান। সোভিয়েত জমানার এই যুদ্ধবিমান ভারতের হাতে আসে আটের দশকে ।
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
আরও পড়ুন: পাঁচ বছরে ৬ কোটি! নতুন চাকরির দাবি সামনে এনে বিতর্কে মোদী সরকার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy