আজ সাউথ ব্লকে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দর শাহ। ছবি: সংগৃহীত।
ভারতীয় বায়ুসেনার নিখোঁজ উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে বাড়ছে দেশবাসীর উদ্বেগ। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আসেন, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সেই বার্তাই দিচ্ছেন দলমত নির্বিশেষে দেশের রাজনৈতিক নেতারা। এরই মধ্যে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠাল নয়াদিল্লি।
এর কিছুক্ষণ পরই পাকিস্তান জানায়, তাঁদের হাতে এক জন ভারতীয় পাইলট বন্দি। যদিও সকাল থেকে পাকিস্তান দাবি করে আসছিল দু’জন ভারতীয় পাইলট তাঁদের হেফাজতে আছেন। এক জন পাইলটের ভিডিয়ো প্রকাশ করার পাশাপাশি তারা জানিয়েছিল, আরও এক পাইলটকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে বিকেলের মধ্যেই পাল্টে গেল পাকিস্তানের দাবি।
পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইট করেন, ‘সামরিক রীতিনীতি মেনেই উইং কম্যান্ডার অভিনন্দনকে পাক হেফাজতে রাখা হয়েছে।’
There is only one pilot under Pakistan Army’s custody. Wing Comd Abhi Nandan is being treated as per norms of military ethics. pic.twitter.com/8IQ5BPhLj2
— DG ISPR (@OfficialDGISPR) February 27, 2019
ভারতের এক জন উইং কম্যান্ডার নিখোঁজ, দুপুরেই এই কথা জানায় বিদেশ মন্ত্রক। এর পরই সাউথ ব্লকে ডেকে পাঠানো হয় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দর শাহকে। সমন পাঠানোর কিছু ক্ষণের মধ্যেই তিনি হাজির হন সাউথ ব্লকে। তাঁর সঙ্গে আলোচনায় বসেন বিদেশ মন্ত্রকের কর্তারা। বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে বিশদে এখনও জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্রের দাবি—ভারতের বিমান আক্রমণ ছিল পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে, কিন্তু পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, ইসলামাবাদকে এই বার্তাই জানিয়েছে নয়াদিল্লি।
এর কিছু ক্ষণ আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আবেদন জানান। পাক টেলিভিশনে তিনি জানান, ভারত যদি আলোচনা শুরু করে, তা হলে তিনি সেই আলোচনায় সব রকমের সহযোগিতা করবেন।
আরও পড়ুন: সন্ত্রাসদমনে অভিযানের পর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক হামলা, বলছে বিদেশ মন্ত্রক
এ দিকে নিখোঁজ উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে সারা দেশে বাড়ছে উদ্বেগ। নিখোঁজ কম্যান্ডার নিরাপদে দেশে ফিরে আসবেন, টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
🇮🇳 I’m sorry to hear that one of our brave IAF pilots is missing. I hope he will return home soon, unharmed. We stand by our armed forces in these difficult times. 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) February 27, 2019
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উইং কম্যান্ডার অভিনন্দন যাতে নিরাপদে ফিরে আসেন, সেই প্রার্থনা করেছেন।
I pray for the safety of Indian Air Force pilot Wing Commander Abhinandan.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 27, 2019
Whole country is proud of this brave son and everyone is hoping for his safe return. We all stand united to keep our country safe and strong
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও জানিয়েছেন, সারা দেশ আজ ঐক্যবদ্ধ। কম্যান্ডার অভিনন্দন যাতে নিরাপদে দেশে ফিরে আসেন, তাই নিয়ে টুইটও করেন অখিলেশ।
I am praying for the safe return of our brave pilot. May God protect you and give you courage and strength. The nation stands with you.
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 27, 2019
আরও পড়ুন: সন্ত্রাসে মদত দিয়ে ভাবমূর্তি খুইয়েছে পাকিস্তান, চিনও পাশে নেই: প্রাক্তন পাক রাষ্ট্রদূত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy